অঁভিনেতা হিসেবেই মানুষ তাঁকে চিনত। কিন্তু ২০১১ সাল থেকে সক্রিয় রাজনীতিতে নামেন। একাধিকবার বিধায়কও হয়েছেন রাজ্যের শাসক দলের টিকিটে। অভিনয় করতে করতে রাজনীতিতে কেন এলেন ? 'ব্যক্তিগত'-র দ্বিতীয় পর্বে জানিয়েছেন চিরঞ্জিত।