দেখতে দেখতে শেষ ২০২২। আসতে চলেছে নতুন বছর। যদি পিছন ফিরে দেখা যায়। কি কি ঘটেছিল ২০২২। অনেক সুখ দুঃখের স্মৃতি ভেসে আসবে। এরমধ্যে দেখবেন অনেকের জীবন থেকে অনেকে হারিয়ে গেছে। হারিয়ে গেছে অনেক বিখ্যাত মানুষরা। এর মধ্যে রয়েছেন, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী আরও কতজন। ২০২২ এর শেষ বেলায় আমরা স্মরণ করব সেইসব বিখ্যাত মানুষদের।