Advertisement

Navjot Singh Sidhu On Rohit Sharma: 'ওঁর আরও সম্মান প্রাপ্য, দিনের শেষে উনি ক্যাপ্টেন,' VIDEO পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন সিধু

সিডনি টেস্টে দলের বাইরে রয়েছেন রোহিত শর্মা। খারাপ ফর্মের কারণেই ক্রিকেট ভক্তদের রোষের মুখে পড়েছিলেন রোহিত। সিডনিতে না খেলায় এখন জল্পনা আরও তীব্র হয়েছে যে তাহলে কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা?

'ওঁর আরও সম্মান প্রাপ্য, দিনের শেষে উনি ক্যাপ্টেন,' VIDEO পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন সিধু'ওঁর আরও সম্মান প্রাপ্য, দিনের শেষে উনি ক্যাপ্টেন,' VIDEO পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন সিধু
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 03 Jan 2025,
  • अपडेटेड 2:21 PM IST
  • সিডনি টেস্টে দলের বাইরে রয়েছেন রোহিত শর্মা
  • তাহলে কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা

সিডনি টেস্টে দলের বাইরে রয়েছেন রোহিত শর্মা। খারাপ ফর্মের কারণেই ক্রিকেট ভক্তদের রোষের মুখে পড়েছিলেন রোহিত। সিডনিতে না খেলায় এখন জল্পনা আরও তীব্র হয়েছে যে তাহলে কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা? যদিও রোহিতের না খেলা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধু। তাঁর কথায়, রোহিতের না খেলার সিদ্ধান্ত খারাপ বার্তা দেবে। তাঁর আরও দাবি, একজন অধিনায়ককে কখনও না খেলার কথা বলা যায় না।

এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় সিধু বলেছেন, 'একজন ক্যাপ্টেনকে কখনই সিরিজের মাঝখানে বাদ দেওয়া উচিত নয় বা না খেলার অপশন দেওয়া উচিত নয়। এটা ভুল বার্তা পাঠায়। মার্ক টেলর, আজহারউদ্দিনের মতো ক্যাপ্টেনদের খারাপ ফর্ম সত্ত্বেও এক বছর ধরে অধিনায়ক হিসেবে টিকে থাকতে দেখেছি। ম্যানেজমেন্টের কাছ থেকে আরও সম্মান এবং বিশ্বাস পাওয়ার যোগ্য ছিলেন রোহিত। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এমন অদ্ভুত ঘটনা ঘটল। এটা ভুল।'

সিডনিতে রোহিতের না খেলা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারও। দুই জনই মনে করেন, এবার টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত হিটম্যানের। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, রোহিত এরপরই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলে তিনি অবাক হবেন না। আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'আমি রোহিত শর্মার কাছাকাছি থাকলে ওকে বলতাম, যাও আর গিয়ে উড়িয়ে দাও। মাঠে নেমে দুরন্ত খেলো। এখন ও যেভাবে খেলছে, সেটা দেখতে ভাল লাগছে না। ওকে প্রতিপক্ষকে আক্রমণ করে যেতে হবে এবং তারপর দেখতে হবে কী হয়।'

আরও পড়ুন

শাস্ত্রী আরও বলেছেন, 'ও নিজেই ওর কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে ও অবসর ঘোষণা করলে আমি অবাক হব না কারণ ওর তো আর বয়স কমছে না। অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষা করে রয়েছে। যেমন শুভমন গিল, যার ২০২৪ সালে টেস্টে চল্লিশের ওপর গড়। এরকম প্রতিভাবান একজন ক্রিকেটার বেঞ্চে বসে থাকলে অবাক হতে হয়। তাই রোহিত অবসর নিলে আমি অবাক হব না। অবশ্যই এটা ওর সিদ্ধান্ত হবে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement