Advertisement

Aakash Chopra on India Squad: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে কে কে খেলবেন? আপডেট আকাশের

অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে ৩ ম্যাচের ODI সিরিজ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচটি রবিবার পার্থ স্টেডিয়ামে খেলা হবে। ম্যাচটি ভারতীয় সময় সকাল ৯টায় শুরু হবে। আর এই ম্যাচের আগেই সম্ভাব্য ১১ জনের দল নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। 

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Oct 2025,
  • अपडेटेड 12:05 PM IST
  • প্রথম ম্যাচটি রবিবার পার্থ স্টেডিয়ামে খেলা হবে
  • ম্যাচটি ভারতীয় সময় সকাল ৯টায় শুরু হবে
  • এই ম্যাচের আগেই সম্ভাব্য ১১ জনের দল নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া

অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে ৩ ম্যাচের ODI সিরিজ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচটি রবিবার পার্থ স্টেডিয়ামে খেলা হবে। ম্যাচটি ভারতীয় সময় সকাল ৯টায় শুরু হবে। আর এই ম্যাচের আগেই সম্ভাব্য ১১ জনের দল নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। 

স্টার স্পোর্টসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আকাশ চোপড়া জানান, ভারতের দলের ওপেনার হিসাবে রোহিত শর্মা এবং শুভমন গিলের থাকার সম্ভবনা বেশি। তিনে আসবেন বিরাট। চতুর্থ স্থানে আকাশ চোপড়ার বাজি দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। এর পর পাঁচে কে এল রাহুল আসবেন বলে মনে করেন তিনি। এছাড়া হার্দিক পাণ্ডিয়ার চোট থাকায় সেই জায়গায় আসতে পারেন নীতীশ কুমার রেড্ডি। 

স্পিন নিয়ে কী বললেন আকাশ? 
তাঁর মতে, ইন্ডিয়ার স্পিন অ্যাটাক খুব ভালো। তবে এই দলে তিনি আলাদা করে স্পিনার চাননি। তার বদলে অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে রাখেন। তার দলে নেই স্পিনার কুলদীপ। তার বদলে এই দুইজনের উপরই তিনি স্পিনের বাজি ধরেছেন। 

৩ জন পেস বোলার
আকাশ মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ৩ ফাস্ট বোলারে খেলা উচিত। সেক্ষেত্রে হর্ষিত রানা, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংকে ভারতীয় দলে দেখতে চান তিনি।  

আকাশ চোপড়া মতে ভারতীয় প্লেয়িই ১১
রোহিত শর্মা, শুভমন দিল (ক্যাপ), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

কোন কোন দিন হবে খেলা? 
প্রথম ম্যাচ: অক্টোবর ১৯, পার্থ
দ্বিতীয় ম্যাচ: অক্টোবর ২৩, অ্যাডিলেড
তৃতীয় ম্যাচ: অক্টোবর ২৫, সিডনি

রোহিত-বিরাট কি খেলবেন ২৭-এর বিশ্বকাপে?
টেস্ট এবং টি২০ থেকে অবসর নিয়ে নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এর মাঝেই আবার ওয়ানডে টিমের ক্যাপ্টেনের পদ থেকে রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় এসেছেন শুভমন গিল। তার পরই বিরাট এবং রোহিতের ২৭ বিশ্বাকাপ খেলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই মনে করছেন, তাদেরকে আর ২৭-এর দলে নেওয়া হবে না। 

Advertisement


যদিও এই সব দাবি জল্পনা নিয়ে কিছুই বলেনি বিসিসিআই। এমনকী মুখে কুলুল এঁটেছেন রোহিত, বিরাট। তাই আপাতত পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া কোনও উপায় নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement