Advertisement

Virat Kohli-Devilliers: কোহলিকে পছন্দের তালিকায় রাখলেন না! ক্ষমা চাইলেন ডেভিলিয়ার্স

Virat Kohli-Devilliers: বিরাট কোহলিকে তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে আলোচনা। অনেকে মনে করছেন, ডিভিলিয়ার্সের সঙ্গে কোহলির বন্ধুত্ব থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক। তবে ডিভিলিয়ার্স স্পষ্ট জানিয়েছেন, এই তালিকা পরিসংখ্যানভিত্তিক নয়, বরং একেবারে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভব থেকে তৈরি।

কোহলিকে পছন্দের তালিকায় রাখলেন না! ক্ষমা চাইলেন ডেভিলিয়ার্সকোহলিকে পছন্দের তালিকায় রাখলেন না! ক্ষমা চাইলেন ডেভিলিয়ার্স
Aajtak Bangla
  • কেপটাউন,
  • 02 Sep 2025,
  • अपडेटेड 12:13 AM IST

Virat Kohli-Devilliers: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স নিজের দেখা সেরা পাঁচ ক্রিকেটারের তালিকা প্রকাশ করলেন। আর তাতেই উঠেছে বিতর্কের ঝড়। কারণ, সেই তালিকায় জায়গা পাননি ভারতীয় তারকা বিরাট কোহলি। দীর্ঘদিন আইপিএলে একসঙ্গে খেলার পরেও নিজের প্রাক্তন সতীর্থকে বাদ দিলেন ডিভিলিয়ার্স। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা।

তবে ডিভিলিয়ার্সের তালিকায় যাঁরা জায়গা পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন শচীন তেন্ডুলকর, জ্যাক ক্যালিস, শেন ওয়ার্ন, অ্যান্ড্রু ফ্লিন্টফ এবং পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আসিফ। এই তালিকা প্রকাশ করার পরেই ডিভিলিয়ার্স বলেন, "বিরাট, আমি দুঃখিত। তুমি জানো, আমি তোমায় কতটা সম্মান করি। কিন্তু এটা আমার ব্যক্তিগত পছন্দের তালিকা। এমন প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই কঠিন।"

তাঁর মতে, জ্যাক ক্যালিস সম্ভবত সর্বকালের সেরা অলরাউন্ডার। শেন ওয়ার্ন শুধু দক্ষ বোলারই নন, ক্রিকেটের মাঠে একেবারে ভিন্ন ব্যক্তিত্ব ছিলেন। অ্যান্ড্রু ফ্লিন্টফকে মনে রেখেছেন বড় ম্যাচের পারফর্মার হিসেবে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ নাম হল মোহাম্মদ আসিফ। ডিভিলিয়ার্স বলেন, "আমি ওর মতো সুইং বোলার আর দেখিনি। ওকে খেলতে গিয়েই আমি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছি।"

আরও পড়ুন

বিরাট কোহলিকে তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে আলোচনা। অনেকে মনে করছেন, ডিভিলিয়ার্সের সঙ্গে কোহলির বন্ধুত্ব থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক। তবে ডিভিলিয়ার্স স্পষ্ট জানিয়েছেন, এই তালিকা পরিসংখ্যানভিত্তিক নয়, বরং একেবারে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভব থেকে তৈরি।

ডিভিলিয়ার্সের এমন মন্তব্য ফের একবার মনে করিয়ে দিল, ক্রিকেট শুধুই সংখ্যার খেলা নয়। অনেক সময় খেলোয়াড়দের মনে দাগ কাটা মুহূর্ত বা অভিজ্ঞতাই চূড়ান্ত হয়ে ওঠে। তবে বিরাট কোহলিকে এই তালিকায় না দেখে যাঁরা বিস্মিত, তাঁরা একা নন।

 

Read more!
Advertisement
Advertisement