বুধবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে অভিষেক শর্মার বিস্ফোরক পারফর্ম্যান্সে ভর করে বড় রান করে ভারত। পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশ রানের পর, অভিষেক টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন। এই ম্যাচে তিনি তাঁর মেন্টর যুবরাজ সিংয়ের একটি বড় রেকর্ডও ভেঙে ফেলেন।
অভিষেক তাঁর স্বাভাবিক আক্রমণাত্মক মনোভাব দিয়ে ইনিংস শুরু করতে না পারলেও, যত সময় গিয়েছে ততই নিজের আসল রূপ দেখাতে শুরু করেন ওপেনার। দুরন্ত ইনিংস খেলেন, মাত্র ২৫ বলে তার অর্ধশতরান করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান প্রথমে ৯ বলে ৯ রান করেন, কিন্তু তারপর গিয়ার পরিবর্তন করেন এবং দ্রুত রান করতে থাকেন।
শুভমান গিল আউট হওয়ার পর অষ্টম ওভারে অভিষেক তার অর্ধশতরান করেন। পঞ্চমবার তিনি ২৫ বল বা তার কম সময়ে অর্ধশতরান করেন। আর এতেই যুবরাজ সিংকে ছাড়িয়ে যান, যিনি ২৫ বলে বা তার কম বলে চারটি অর্ধশতরান করেছিলেন।
বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। চোটের কারণে অধিনায়ক লিটন দাস এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে যান এবং জাকের আলী অধিনায়কত্বের দায়িত্ব নেন। অভিষেক শর্মা এই ম্যাচে ৩৭বলে ৭৫ রানের ইনিংস খেলেন, ৬টি চার এবং ৫টি ছক্কা মারেন। উল্লেখ্য, ২০২৫ সালের এশিয়া কাপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও অভিষেক শর্মার দখলে। তবে অভিষেক জে ছন্দে ছিলেন তাতে তিনি ১০০ করে ফেলতে পারতেন। তিনি রান আউট হন।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জাসপ্রিত বুমরা।
বাংলাদেশ (প্লেয়িং ইলেভেন): সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (উইকেটরক্ষক/অধিনায়ক), মহম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।