আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ বড় 'অঘটন'। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে দিল আফগানিস্তান। অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়ল আফগানিস্তানের। ২৮ ফেব্রুয়ারি, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
সেমিফাইনালে ভারত বনাম আফগানিস্তান?
শুক্রবার যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকেও হারাতে পারে, তাহলেই তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। আজ আফগানিস্তান জিতলে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ব্যাপার হবে। এই প্রথম আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে।
যদি আফগানিস্তান তাদের গ্রুপ 'বি'-তে দ্বিতীয় স্থানে থাকে এবং ভারত তাদের গ্রুপে শীর্ষে থাকে, তাহলেই দুই দলের মধ্যে সেমিফাইনাল হবে। আবার ভারত যদি তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে থাকে এবং আফগানিস্তান গ্রুপ 'বি'-তে প্রথম হয়, তাহলেও দুই দলের মুখোমুখি হওয়া নিশ্চিত।
অস্ট্রেলিয়াকে হারালে আফগানিস্তানের ৪ পয়েন্ট হবে এবং সেমিফাইনালে উঠে যাবে। অন্যদিকে, সাউথ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারায়, তাহলে ৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে টপে থাকবে। সেক্ষেত্রে ভারত নিউজিল্যান্ডকে হারালে তারা গ্রুপে শীর্ষে থাকবে এবং আফগানিস্তানের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে।
ছবি -এপি
আফগানিস্তান গ্রুপ শীর্ষেও উঠে আসতে পারে। এর জন্য তাদের অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪ পয়েন্ট অর্জন করতে হবে এবং ইংল্যান্ডকে তাদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে হারাতে হবে। এ অবস্থায় আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠবে, আর সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ৩ পয়েন্ট থাকবে। তখন নেট রানরেটের ভিত্তিতে সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া থেকে যে কোনও এক দল সেমিফাইনালে যাবে। ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে বা ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ হবে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-এ-তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান। এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছেছে। ২ মার্চ ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচে নির্ধারিত হবে কে গ্রুপ শীর্ষে থাকবে। নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয়ে ০.৮৬৩ নেট রানরেট নিয়ে শীর্ষে। ভারতও দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে, তবে তাদের নেট রানরেট ০.৬৪৭। বাংলাদেশ তৃতীয় এবং পাকিস্তান চতুর্থ স্থানে রয়েছে। উভয় দলের এক পয়েন্ট থাকলেও, নেট রানরেটের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে।
গ্রুপ-বি-তে রয়েছে আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকা দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, তাদের নেট রানরেট ২.১৪০। অস্ট্রেলিয়ারও ৩ পয়েন্ট, কিন্তু তাদের নেট রানরেট ০.৪৭৫। দুই ম্যাচে ২ পয়েন্ট ও -০.৯৯০ নেট রানরেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। ইংল্যান্ড এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচ সূচি:
২৮ ফেব্রুয়ারি - আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
১ মার্চ - সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি
২ মার্চ - নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
৪ মার্চ - সেমিফাইনাল-১, দুবাই ৫ মার্চ - সেমিফাইনাল-২, লাহোর
৯ মার্চ - ফাইনাল, লাহোর (ভারত ফাইনালে উঠলে ম্যাচ হবে দুবাইতে)
১০ মার্চ - রিজার্ভ ডে