ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইতিহাস গড়লেন আকাশ দীপ(Aakash Deep)। ওভাল টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে চমকে দিলেন ডানহাতি পেসার। বুঝিয়ে দিলেন, এখানেও তাঁর স্কিল নেহাত কম নয়। ভারতের দ্বিতীয় ইনিংসে নেমে দুরন্ত অর্ধশতরান করলেন আকাশ। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ফিফটি করলেন। তাও বেশ নাটকীয় কায়দায়। গাস অ্যাটকিনসনের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে। অর্ধশতরানে বাউন্ডারিই ছিল ৯টি। ৭০ বল খেলেন। এর আগের দিন ম্যাচের শেষ সেশনে চতুর্থ স্থানে ব্যাট করতে নেমেছিলেন আকাশ। পরের দিন সেই ইনিংসকেই দারুণভাবে এগিয়ে নিয়ে গেলেন ।
ফিফটি করার পর আকাশ দীপের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। মুষ্টিবদ্ধ হাত তুলে ধরেন। তারপর নিজের জার্সির লোগোর দিকে ইঙ্গিত করলেন। বোঝালেন, এই সাফল্যের জন্য কতটা খাটতে হয়েছে তাঁকে। ড্রেসিংরুমে বসে থাকা সতীর্থরাও বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। শুভমন গিল নিজের হেলমেট খুলে বলকনির দিকে ছুটে গিয়ে জোরে জোরে হাততালি দিয়ে আকাশকে অভিনন্দন জানান। রবীন্দ্র জাডেজা আকাশকে হেলমেট খুলে উদযাপন করতে বলেন। যদিও আকাশ সেই প্রস্তাবে সাড়া দেননি। বলা যায়, প্রথম ফিফটির 'হাই'তেই কিছুক্ষণের জন্য মজে ছিলেন একদা কলকাতার ছেলে।
তবে সবচেয়ে বড় চমক মাঠের বাইরেই অপেক্ষা করছিল। কোচ গৌতম গম্ভীরের ইস্পাত কঠিন মুখেও আজ ফুটল আনন্দের অভিব্যক্তি। আকাশ দীপের সাফল্যে, উদযাপনে হেসে ফেলেন তিনিও। গম্ভীরের মুখে সেই হাসি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর রিঅ্যাকশান।
আকাশ দীপের এই ইনিংসের মাধ্যমে একটি ১৪ বছরের পুরনো নজিরও ছুঁয়ে ফেললেন। ওভালে ভারতের কোনও 'নাইটওয়াচম্যানে'র এমন পারফরম্যান্স শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। টেস্ট ক্রিকেটে সাধারণত বোলারদের ব্যাটিং বিশেষ গুরুত্বই পায় না। কিন্তু সেই ধারণা ধুয়ে মুছে সাফ করে দিলেন আকাশ।
এই ইনিংস ভারতের ড্রেসিংরুমের মনোবল যেমন বাড়াল, তেমনই ইংল্যান্ড শিবিরে চাপও তৈরি করল। আকাশ দীপ দেখিয়ে দিলেন, সুযোগ পেলে তিনি যে কোনও ভূমিকাতেই দলকে ভরসা দিতে পারেন।
SEO Keywords: আকাশ দীপ অর্ধশতরান, ওভাল টেস্ট ২০২৫, ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ, গৌতম গম্ভীর রিঅ্যাকশন, আকাশ দীপ ফিফটি, আকাশ দীপ ব্যাটিং, শুভমন গিল রিঅ্যাকশন, আকাশ দীপ নিউজ, ভারতীয় ক্রিকেটার খবর, ওভালে আকাশ দীপ