Advertisement

Anaya Bangar: সিনিয়র ক্রিকেটার শুতে চেয়েছিল, অনেকে নগ্ন ছবিও পাঠায়: অনয়া বাঙ্গার

ছিলেন আরিয়ান (Aryan Bangar)। হয়েছেন অনয়া (Anaya Bangar)। আর তারপরেই এসেছে বিস্ফোরক প্রস্তাব। এমনটাই অভিযোগ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তানের। বাবার মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন। খেলছিলেন ক্লাব স্তরে। সতীর্থ হিসেবে পেয়েছেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানের মতো খেলোয়াড়দের। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2025,
  • अपडेटेड 9:55 PM IST
  • বিস্ফোরক অভিযোগ অনয়ার
  • অনেকে নগ্ন ছবিও পাঠায়

ছিলেন আরিয়ান (Aryan Bangar)। হয়েছেন অনয়া (Anaya Bangar)। আর তারপরেই এসেছে বিস্ফোরক প্রস্তাব। এমনটাই অভিযোগ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তানের। বাবার মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন। খেলছিলেন ক্লাব স্তরে। সতীর্থ হিসেবে পেয়েছেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানের মতো খেলোয়াড়দের। 

কী অভিযোগ?
লালরানটপকে দেওয়া সাক্ষাৎকারে আনয়া বলেন, ‘মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। কিন্তু  নিজের বাবা পরিচিত ক্রিকেটার হওয়ায় নিজের গোপন আকাঙ্ক্ষার কথা কারও সঙ্গে শেয়ার করতে পারিনি। তা ছাড়া ক্রিকেটের দুনিয়াও নিরাপত্তাহীনতা ও বিষাক্ত পৌরুষে (Toxic Masculinity) ভরা।‘

কেন সতীর্থ ক্রিকেটারদের থেকে কোনও সমর্থন পাননি? এই বিষয়ে বলতে গিয়ে অনয়া বলেন, ‘সবাই খারাপ এমনটা নয়। কেউ কেউ পাশে দাঁড়িয়েছিল। অনেকে হেনস্তাও করেছিল। এমন বেশ কিছু ক্রিকেটারের নাম করতে পারি, যারা আমায় নগ্ন ছবি পাঠিয়েছিল। বিষ হয়ে ঝরে পড়েছিল খিস্তিখেউড়ও। যখন দেশে ছিলাম, একজন বয়স্ক ক্রিকেটারকে আমার পরিস্থিতির কথা খোলামেলা বলার পর উনি গাড়িতে শোয়ার প্রস্তাব দেন!’ কোন ক্রিকেটার এই প্রস্তাব তাঁকে দিয়েছিলেন, সে ব্যাপারে কিছুই জানাননি অনয়া। 

কবে তিনি বুঝতে পারেন তিনি আসলে মহিলা? 
গত বছরই হরমোনাল ট্রান্সফরমেশন এবং জেন্ডার রিঅ্যাফার্মিং সার্জারির আদ্যোপান্ত জার্নির কথা শেয়ার করেছিলেন অনয়া বাঙ্গার। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। কিন্তু তার জন্য রূপান্তরণের আগে-পিছে বাইশ গজে তাঁকে কোন কোন অসুবিধের মধ্য দিয়ে যেতে হয়েছে, তার কিছুই সামনে আনেননি। এখন দেশ ছেড়ে সাগরপাড়ে ম্যাঞ্চেস্টারে থাকেন অনয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে জীবনের বিচিত্র এ সব সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়। সঞ্চালকের প্রশ্ন ছিল, ‘কখন বুঝতে পারেন আপনি ভুল লিঙ্গের বলয়ে ঢুকে পড়েছেন?’

জবাবে অনয়ার উত্তর, ‘যখন আমার বয়স আট কি নয় বছর, তখন মায়ের জামাকাপড় বসতে ভাল লাগত। তারপর আয়নার দিকে তাকিয়ে থাকতাম আর আপন মনেই বলতাম, আমি মেয়ে। মেয়ে হতে চাই।‘ 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement