Advertisement

Andre Russell: রাসেল KKR-এর 'পাওয়ার কোচ', ঘরের ছেলেকে রাখতে নয়া পদ তৈরি করে ফেললেন শাহরুখ?

আইপিএল থেকে অবসর নিলেও, কলকাতা নাইট রাইডার্সেই থেকে যাচ্ছেন আন্দ্রে রাসেল। এবার যদিও তাঁর ভূমিকা অনেকটা বদলে যাচ্ছে। মাঠের মধ্যে নয়, এবার কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রাক্তন ক্যারেবিয়ান তারকার পদের নাম 'পাওয়ার কোচ'। আইপিএল-এ এর আগে এই পদ কোনও দলের ক্ষেত্রেই দেখা যায়নি। তা হলে কী কাজ করতে হবে রাসেলকে? ব্যাখ্যা দিলেন নিজেই।

আন্দ্রে রাসেলআন্দ্রে রাসেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 1:22 PM IST

আইপিএল থেকে অবসর নিলেও, কলকাতা নাইট রাইডার্সেই থেকে যাচ্ছেন আন্দ্রে রাসেল। এবার যদিও তাঁর ভূমিকা অনেকটা বদলে যাচ্ছে। মাঠের মধ্যে নয়, এবার কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রাক্তন ক্যারেবিয়ান তারকার পদের নাম 'পাওয়ার কোচ'। আইপিএল-এ এর আগে এই পদ কোনও দলের ক্ষেত্রেই দেখা যায়নি। তা হলে কী কাজ করতে হবে রাসেলকে? ব্যাখ্যা দিলেন নিজেই।

পাওয়ার কোচ ব্যাপারটা কী?

আইপিএল-এর রিটেনশন লিস্টে কলকাতা রাসেলকে না রাখার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। ১২ বছরের সম্পর্ক কি ছিন্ন হতে চলেছে? আর সেটাই সত্যি হল। রবিবার এ কথা ঘোষণা করে দিলেন দ্রে রাস। অবসরের কারণ নিয়ে মুখ খুলেছেন আন্দ্রে রাসেল। তিনি বলেন, 'আমি এমন একটা পরিস্থিতিতে অবসর নিতে চেয়েছিলাম, যেখানে লোকে বলবে আরও কয়েক বছর খেলতে পারত। কেউ প্রশ্ন তোলার আগে বিদায় নিতে চেয়েছিলাম। এখন তো ইনস্টাগ্রামের যুগ। সেখানে নিজেকে বিভিন্ন জার্সিতে দেখা যায়। অন্য জার্সিগুলোতে আমাকে অদ্ভুত দেখাচ্ছিল। আমি অনেক রাত ঘুমোতে পারিনি। নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর ও শাহরুখ খানের সঙ্গে কথা হয়। পাওয়ার কোচ নামটা ভেঙ্কির দেওয়া। কারণ আমি যেভাবে পাওয়ার দিয়ে খেলতাম, সেটার ব্যাখ্যা হতে পারে এই নামটা।'

রাসেলকে নিয়ে পোস্ট শাহরুখের

তবে রাসেলকে নিয়ে আবেগপ্রবণ দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, 'দারুণ স্মৃতি উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আন্দ্রে। নাইটকে আমাদের বর্মেই মানায়। তোমার অবদান ইতিহাসে লেখা থাকবে। এবার তোমার নতুন অভিযান শুরু হচ্ছে। তোমার শক্তি ও প্রতিভা এবার বেগুনি-সোনালি জার্সিধারীদের মধ্যে ছড়িয়ে দাও। আর হ্যাঁ, অন্যদলের জার্সি সত্যিই তোমার গায়ে মানাত না। আজীবন তুমি মাসল রাসেল থাকবে।' 

তিনবার দলকে চ্যাম্পিয়ন করেছেন রাসেল
রাসেল কেকেআর-এর বহু সুখ দুঃখের সঙ্গী। দলকে তিনবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতেও তুলে নিয়েছেন প্রচুর গুরুত্বপূর্ণ উইকেট। ফলে কেকেআর-এর সঙ্গে তাঁর নাম জুড়ে গিয়েছে ইতিহাসের পাতায়। সে কারণেই আন্দ্রে রাসেলকে ক্রিকেটার হিসেবে না রাখতে পারলেও, কোচিং স্টাফ হিসেবে তাঁকে রেখে দিচ্ছে কলকাতা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement