Advertisement

Asia Cup 2025: সুযোগ পেয়েই রেকর্ড আর্শদীপের, রশিদ-হাসারাঙ্গাদের পেছনে ফেলে শীর্ষে ভারতের তারকা

শুক্রবার এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নজির গড়লেন আর্শদীপ সিং। টি২০ ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ১০০টা উইকেট নেওয়ার নজির তাঁর নামের পাশে। এশিয়া কাপে প্রথম ম্যাচে সুযোগ পেয়েই এই রেকর্ড গড়ে ফেললেন বাঁ হাতি পেসার। ওমানের বিরুদ্ধে ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ায় সুযোগ পান আর্শদীপ। 

এই ফ্রেমে ভারতের তারকা পেসার আর্শদীপ সিংএই ফ্রেমে ভারতের তারকা পেসার আর্শদীপ সিং
Aajtak Bangla
  • আবু ধাবি,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 9:28 AM IST

শুক্রবার এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নজির গড়লেন আর্শদীপ সিং। টি২০ ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ১০০টা উইকেট নেওয়ার নজির তাঁর নামের পাশে। এশিয়া কাপে প্রথম ম্যাচে সুযোগ পেয়েই এই রেকর্ড গড়ে ফেললেন বাঁ হাতি পেসার। ওমানের বিরুদ্ধে ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ায় সুযোগ পান আর্শদীপ। 

বিশ্বরেকর্ড আর্শদীপ সিং-এর

এখনও পর্যন্ত মাত্র তিনজন বোলার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন। তাঁরা হলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, নেপালের তারকা সন্দীপ ল্যামিছানে ও শ্রীলঙ্কার তারকা ওয়ানিন্দু হাসারঙ্গা। তবে তাঁদের চেয়ে কম ম্যাচ খেলেছেন আর্শদীপ সিং। ফলে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

আর্শদীপ সিংয়ের অসাধারণ বোলিং

টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৬৪ ম্যাচ খেলে ১০০ উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। তাঁর বোলিংয়ের গড় ১৮.৩। তিনি ইনিংসের শুরুতে যেমন ভালো বোলিং করেন, তেমনই শেষদিকেও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের বোলিং লাইনআপের অন্যতম শক্তিশালী অস্ত্র আর্শদীপ। 

কী হল আজকের ম্যাচে?
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া টিম ইন্ডিয়ার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে শাহ ফয়সালের বলে বোল্ড হন শুভমান গিল। মাত্র ৫ রান করে ফেরেন তিনি। তবে, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এরপর ভারতীয় ইনিংসকে কিছুটা ভাল জায়গায় নিয়ে যেতে থাকেন। চার ওভারে ভারতের স্কোর হয় ৩০ রান। তবে, ৩৮ রান করার পর অভিষেক শর্মা আউট হওয়ায় আবার ধাক্কা খায় ভারত। এরপর অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়া রান আউট হন।

অক্ষর প্যাটেল ইনিংসকে স্থিতিশীল করার চেষ্টা করেন, ১৩ বলে ২৬ রান করে কিন্তু উইকেট হারান। এরপর শিবম দুবে ১৪তম ওভারে মাত্র পাঁচ রান করে উইকেট হারান। এরপর সঞ্জু স্যামসন দারুণ হাফসেঞ্চুরি করেন, কিন্তু ১৮তম ওভারে আউট হন। তিলক ভার্মা ভালো ফর্মে ছিলেন, কিন্তু ১৯তম ওভারে উইকেট হারান। তিনি ১৮ বলে ২৯ রান করেন। ভারত ওমানের জন্য ১৮৯ রানের লক্ষ্য নির্ধারণ করে।

Advertisement

ব্যাট করতে নেমে ওমান ভাল শুরু করে। গোটা ইনিংসেই খারাপ বল মাঠের বাইরে ফেলতে দ্বিধা করেননি ওমানের ব্যাটাররা। যতিন্দর সিং এবং আমির কলিম ফাস্ট বোলারদের মোকাবিলা করেন, সপ্তম ওভারে স্কোর ৫০ ছাড়িয়ে যায় রান। সবচেয়ে বড় কোথা উইকেট হারায়নি তারা। তবে, নবম ওভারে কুলদীপ যাদব প্রথমে ব্যাট করে যতিন্দর সিংকে ৩২ রানে আউট করেন। এরপর কলিম এবং হাম্মাদ মির্জা একটি দুর্দান্ত জুটি গড়েন। কলিম মাত্র ৩৮ বলে তার পঞ্চাশ রান করেন এবং মির্জাও হাফ সেঞ্চুরি করেন। আউট হন ৫১ রান করে। ভারত আটজন বোলারকে ব্যবহার করে, কিন্তু ভারতীয় বোলাররা উইকেট পেতে লড়াই করতে হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement