Advertisement

'জোকারের নাম নিও না..' পহেলগাঁও আক্রমণের পর আফ্রিদির মন্তব্য নিয়ে বিস্ফোরক ওয়েসি

কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।২৬ জন পর্যটক নিহত এবং কয়েকজন আহত হন। সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশে শোক ও ক্ষোভের পরিবেশ। এর মধ্যেই আফ্রিদির বক্তব্যের তীব্র সমালোচনা করলেন আসাদউদ্দিন ওয়েসি।

শাহিদ আফ্রিদি এবং আসাদউদ্দিন ওয়াইসি (@গেটি ইমেজ)শাহিদ আফ্রিদি এবং আসাদউদ্দিন ওয়াইসি (@গেটি ইমেজ)
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 10:15 PM IST

কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।২৬ জন পর্যটক নিহত এবং কয়েকজন আহত হন। সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশে শোক ও ক্ষোভের পরিবেশ। এর মধ্যেই আফ্রিদির বক্তব্যের তীব্র সমালোচনা করলেন আসাদউদ্দিন ওয়েসি।

আফ্রিদির উপর রেগে গেলেন এআইএমআইএম প্রধান ওয়াইসি
পহেলগাঁও হামলার পর, পাকিস্তানি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি ভারত সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং ভিত্তিহীন মন্তব্য করেছেন। পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করে ছিলেন এবং বলেছিলেন যে তারা তাদের নাগরিকদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে অক্ষম।

এরপর অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি শাহিদ আফ্রিদিকে যোগ্য জবাব দিয়েছেন। ওয়াইসি আফ্রিদিকে জোকার বলে সম্বোধন করেছিলেন। যখন ওয়াইসিকে শহীদ আফ্রিদির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, তখন তিনি কেবল বলেন, 'জোকারের নাম নেবেন না'। ওয়াইসি ভারত সরকারের কাছে পাকিস্তানকে FATF তালিকায় রাখার আবেদন জানান।

আরও পড়ুন


আসাদউদ্দিন ওয়াইসি পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টোকেও তিরস্কার করেছেন। ওয়াইসি সাংবাদিকদের বলেন, 'যখন আপনার মা (বেনজির ভুট্টো) আক্রান্ত হন, তখন তাকে সন্ত্রাসবাদ বলা হয়। কিন্তু যখন আমাদের মা-মেয়েদের হত্যা করা হয়, তখন কি সেটা সন্ত্রাসবাদ নয়?'

পাকিস্তানি সংবাদ চ্যানেল সামা টিভিকে আফ্রিদি বলেন, 'ভারতে যদি কোনও বাজি ফাটে, তাহলে তার দায় পাকিস্তানের উপর চাপানো হয়। কাশ্মীরে তোমাদের ৮ লক্ষ সৈন্য আছে, তবুও এটা ঘটেছে। এর মানে হল তুমি 'অকেজো। জনগণকে নিরাপত্তা দিতে পারছে না।'
শহীদ আফ্রিদি বলেছিলেন, 'এটা অবাক করার মতো যে হামলার এক ঘন্টার মধ্যেই তাদের মিডিয়া বলিউডে পরিণত হয়েছে। ঈশ্বরের দোহাই, সবকিছুকে বলিউড বানাবেন না। তাদের চিন্তাভাবনা দেখুন, তারা নিজেদের শিক্ষিত বলে দাবি করে।' 

আফ্রিদি এর আগেও ভারতের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তবে, আফ্রিদি তার খেলার সময় তার বয়স নিয়েও বিতর্কে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) অনুসারে, আফ্রিদির জন্ম ১ মার্চ ১৯৮০, যার অর্থ তার বয়স ৪৫ বছর। তবে, ২০১৯ সালে, আফ্রিদি প্রকাশ করেছিলেন যে ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৩৭ বলে সেঞ্চুরি করার সময় তার বয়স ১৬ বছর ছিল না। আফ্রিদি তার ক্যারিয়ারে ৪৮টি টেস্ট উইকেট নিয়েছিলেন। আফ্রিদির ওয়ানডেতে ৩৯৫টি এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৯৮টি উইকেট রয়েছে। শুধু তাই নয়, আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ এরও বেশি রান করেছেন।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement