India VS Pakistan Match, Asia Cup 2023: এশিয়া কাপ ২০২৩-এর সুপার রাউন্ডে রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচেও বৃষ্টি। যার নির্যাস, পুরো ম্যাচ খেলা গেল না। আজ অর্থাত্ ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে হিসেবে বাকি ম্যাচ হবে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান করেছে। রিজার্ভ ডে অর্থাত্ আজ ঠিক ওই স্কোর থেকেই খেলা শুরু করবে ভারত। ভারতীয় সময় দুপুর ৩টেয় শুরু হবে ম্যাচ।
টানা দুদিন দুটি ওয়ানডে ম্যাচ
এখন বিষয় হল, বৃষ্টির জেরে ভারত-পাক ম্যাচ রিজার্ভ ডে পর্যন্ত গড়ানোয় টেনশনে পড়ল ভারতীয় দলই। এবার টানা দুদিন ২টি ওয়ানডে খেলতে হবে। ১১ সেপ্টেম্বর অর্থাত্ আজ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। যদি বৃষ্টি না হয়, নির্বিঘ্নে ম্যাচ হয়, তাহলে ভারতীয় দলকে ২৫.৫ ওভার ব্যাট করত হবে। এরপর ৫০ ওভার বলও করতে হবে।
পরের দিন অর্থাত্ ১২ সেপ্টেম্বর ফের একটি ম্যাচ। এই ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজ ও আগামিকাল (মঙ্গলবার) যদি বৃষ্টি না হয়, ভারতীয় দলকে মোট ১৭৫.৫ ওভার খেলতে হবে।
চোটের আশঙ্কাও থেকে যাচ্ছে
ভারতীয় দলকে টানা দুদিন প্রায় ২০ ওভার বল করতে হবে ব্যাটারদেরকেও দুদিন ব্যাট করতে হবে। চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন যশপ্রীত বুমরা ও কেএল রাহুল। চোট থেকে ফিরেই টানা দুদিন ম্যাচ ফের চোটের আশঙ্কা তৌরি করছে। এছাড়া ক্যাপ্টেন রোহিত শর্মা,, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাডেজাকেও ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। বিশ্বকাপের আগে এঁদের কারও যদি চোট লাগে, তাহলে তা বড় ধাক্কা হবে টিম ইন্ডিয়ার কাছে। তবে বিসিসিআই আগেই পাকিস্তান ম্যাচে উইকেটকিপার হিসেবে ইশান কিষাণকে খেলিয়েছে, তাই খানিকটা স্বস্তি রাহুলের।
তৃতীয় ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে
শ্রীলঙ্কার পর সুপার ৪-এ তৃতীয় ম্যাচ ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর। তবে একটাই ভাল, ক্রিকেটারদের দীর্ঘ সফর করতে হবে না।
রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে কী হবে?
ভারত-পাকিস্তান ম্যাচের আজ রিজার্ভ ডে-তে বাকি ম্যাচ হবে। আজও যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচটিকে স্থগিত করে দেওয়া হবে। সেক্ষেত্রে দুই দলই ১-১ করে পয়েন্ট পাবে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলম্বোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।