Advertisement

India vs Pakistan: হারের ভয়ে এখন ভারত-পাক ম্যাচ বয়কট চাইছেন পাক সমর্থক, VIRAL আর্জি

রবিবার পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। গত কয়েকবছর ধরেই ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়া আধিপত্য দেখিয়েছে। আর এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের হারের পর, হতাশ সে দেশের সমর্থকরা। এশিয়া কাপের যা সূচি তাতে সুপার ৪-এ ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে ওয়াকওভার দেওয়ার আর্জি জানিয়েছেন পাক সমর্থকরা।

পাকিস্তান সুপার ফ্যান শিকাগো চাচাপাকিস্তান সুপার ফ্যান শিকাগো চাচা
Aajtak Bangla
  • দুবাই,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 1:50 PM IST

রবিবার পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। গত কয়েকবছর ধরেই ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়া আধিপত্য দেখিয়েছে। আর এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের হারের পর, হতাশ সে দেশের সমর্থকরা। এশিয়া কাপের যা সূচি তাতে সুপার ৪-এ ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে ওয়াকওভার দেওয়ার আর্জি জানিয়েছেন পাক সমর্থকরা।

পাহেলগাঁও হামলার প্রতিবাদে এই ম্যাচ বয়কট করার ডাক দিয়েছিলেন অনেকেই। এবার সেই দাবি মানার আবেদন জানালেন পাক সমর্থকরা। কারণ গ্রুপ পর্বের ম্যাচ দেখে তাঁরা মনে করছেন, ভারতের বিরুদ্ধে তাদের দলের জেতা সম্ভব নয়। ম্যাচের পর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সেই পাক সমর্থক বলেন, 'আমাদের আর্জি ভারতের কাছে, যে ফাইনালে আমাদের যেতে দেওয়া হোক। সে কারণে সুপার ফোরের ম্যাচ বয়কট করুক ভারতীয় দল।' 

কিন্তু পাকিস্তান যদি ফাইনালে ওঠে তারা কি জিততে পারবে সেই ম্যাচ? সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই ফ্যান  বলেন, 'ফাইনালে অথার আনন্দ তো করতে পারব। অন্তত ফাইনাল তো খেলতে পারব।' সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের যা পরিস্থিতি তাতে গ্রুপ এ-র শীর্ষে থাকার সম্ভাবনা বেশি রয়েছে টিম ইন্ডিয়ার। দুই নম্বরে শেষ করতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে পরের রবিবার ফের দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে। আর সেই কারণেই সেই ম্যাচ ভারতকে ছেড়ে দেওয়ার আবেদন করেছেন পাক সমর্থক। 

এশিয়া কাপে রবিবারের ম্যাচে দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক ক্যাপ্টেন সলমন আগা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। উইকেট হারালেও আক্রমণের রাস্তা থেকে সরতে চায়নি পাকিস্তান। বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে পরিস্থিতি আরও কঠিন করে ফেলে পাক ব্যাটাররা। ভারতের স্পিনাররা একের পর এক উইকেট নিয়ে, ডট বল করে চাপ বাড়াতে থাকেন। তবে শেষদিকে শাহিন শাহ আফ্রিদি কিছুটা রান করে দলের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেন।

Advertisement

ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারতের ব্যাটাররা। শুভমন গিল দ্রুত আউট হলেও অভিষেক শর্মা দারুণ ব্যাট করেন। সূর্যকুমার যাদবের ব্যাটে ভোর করে ২৫ বল বাকি থাকতেই রান তুলে নেয় টিম ইন্ডিয়া।     

Read more!
Advertisement
Advertisement