Advertisement

এশিয়া কাপ: ছেলে ৫ বলে ৫ ছক্কা খেতেই বাবার হার্ট অ্যাটাক, শ্রীলঙ্কান প্লেয়ার পিতৃহারা

এশিয়া কাপের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখতে দেখতেই মৃত্যুর কোলে ধলে পড়লেন লঙ্কান তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগের বাবা। হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঙ্গা ওয়েলালাগে। শোকের ছায়া গোটা ক্রিকেট দুনিয়ায়।

দুনিথ ওয়েল্লাজদুনিথ ওয়েল্লাজ
Aajtak Bangla
  • আবু ধাবি,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 9:49 AM IST

এশিয়া কাপের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখতে দেখতেই মৃত্যুর কোলে ধলে পড়লেন লঙ্কান তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগের বাবা। হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঙ্গা ওয়েলালাগে। শোকের ছায়া গোটা ক্রিকেট দুনিয়ায়। 

দুনিথের উপর একের পর আঘাত
ম্যাচেও আলোচনায় ছিলেন দুনিথ, তবে সেই ঘটনাও একেবারেই ভুলে যেতে বচাইবেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবির একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি। এরপরই শুরু হয় ভয়াবহ তাণ্ডব, নবি এর পরের ১৫ বলে খেলেন বিধ্বংসী ৫৫ রানের ইনিংস। বিশেষ করে দুনিথের করা শেষ ওভারটি যেন ছিল দুঃস্বপ্নের মতো। সেই ওভারে নবি মারেন টানা পাঁচটি ছক্কা। শেষ বলেও যদি ছক্কা হতো, তবে ইতিহাসে জায়গা করে নিত এক ওভারে ছয় ছক্কার দুঃসহ রেকর্ড।

ম্যাচ যেভাবে জিতল শ্রীলঙ্কা
বৃহস্পতিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে ৬ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে করে ৮ উইকেটে ১৬৯ রান। জবাবে চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন লঙ্কানরা ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশও। 

দুনিথের বাবাও ক্রিকেটার ছিলেন
বাবা, ছেলের এই মার খাওয়া সহ্য করতে পারেননি। যদিও ক্রিকেটে এমন ঘটনা ঘটেই থাকে। ৬টা ছক্কা খাওয়া স্টুয়ার্ট ব্রড যেমন এর অন্যতম সেরা উদাহরণ। তবে নিজেও একটা সময় ক্রিকেটার হওয়ায় নিজের ছেলেকেও ক্রিকেটার বানাতে চেয়েছেন সুরঙ্গা । সেই স্বপ্ন সফল হলেও, হঠাৎ তাঁর এভাবে চলে যাওয়া বিরাট পভাব ফেলেছে সদুনিথের উপর। ম্যাচ জিতে দল সুপার ফোরে গেলেও এই খবরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন দুনিথ। 

ক্রিকেট মাঠের হতাশার চেয়ে বহুগুণ গভীর আঘাত হেনেছে ব্যক্তিগত জীবনের ক্ষত। মাত্র ২২ বছর বয়সী দুনিথ ওয়েলালাগে ইতিমধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন। কিন্তু ক্যারিয়ারের এই শুরুর সময়েই বাবার মৃত্যু তার জীবনকে ঢেকে দিল বেদনার ছায়ায়।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement