Advertisement

Asia Cup 2025 Ind vs Pak Live Update: ৭৪ রান করে আউট অভিষেক, ১২৩ রানে ৩ উইকেট হারাল ভারত

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে আজ ভারত এবং পাকিস্তান ম্যাচ। নক আউট না হলেও, এই ম্যাচ ফাইনাল যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টে ভারতীয় দল দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি হবে। গত রবিবারের ম্যাচে ভারত সাত উইকেটে হারায় পাকিস্তানকে। 

১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়রা প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়রা প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন
Aajtak Bangla
  • দুবাই,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 11:31 PM IST

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে আজ ভারত এবং পাকিস্তান ম্যাচ। নক আউট না হলেও, এই ম্যাচ ফাইনাল যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টে ভারতীয় দল দ্বিতীয়বার পাকিস্তানের মুখোমুখি হবে। গত রবিবারের ম্যাচে ভারত সাত উইকেটে হারায় পাকিস্তানকে। 

পরপর ২ উইকেট হারাল ভারত

গিল ৪৭ রান করে আউট হওয়ার পর, বড় শট খেলতে গিয়ে আউট হলেন সূর্যকুমার যাদব। ০ রানেই আউট ভারতের ক্যাপ্টেন। 

দারুণ শুরু ভারতের

প্রথমে ব্যাট করে পাকিস্তান ভারতের জন্য ১৭২ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে, আট ওভার শেষে ভারতের স্কোর ৯৬-০। অভিষেক শর্মা ২৩ বলে একটি ৫০ করেছেন। গিলও ফিফটির কাছাকাছি।

২ উইকেট শিবমের

পরপর উইকেট হারাচ্ছে পাকিস্তান, এবার আউট ফারহান। ৫৮ রান করে ফিরতে হল পাক তারকাকে। 

৩ উইকেট হারাল পাকিস্তান

কুলদীপ যাদব উইকেট তুলে নিলেন তৃতীয় ওভারে। ৩ উইকেটে ১১৫ রান করে ফেলল পাকিস্তান। রিভার্স স্যুইপ করতে গিয়ে আউট হুসেন তালাত।

এবার আউট আয়ুব

গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিল ভারত। এবার আউট আয়ুব। শিবম দুবের বলে ক্যাচ আউট হলেন আয়ুব।

পরপর ক্যাচমিস ভারতের

প্রথম ওভারে অভিষেক শর্মার পর, ফের ক্যাচ মিস করলেন ভারতের তারকা চায়নাম্যান বোলার কূলদীপ যাদব। ভাল শুরু করেছে পাকিস্তান। ফলে এই দুই ক্যাচ মিস নিয়ে আরও বেশি আলোচনা চলছে। 

উইকেট হারাল পাকিস্তান

ভাল শুরু করেও উইকেট হারাতে হল পাকিস্তানকে। জসপ্রীত বুমরা একেবারে ছন্দে না থাকলেও উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। তবে তা নিয়ে বিতর্ক রয়েছে। পাক ব্যাটার ফকর জামান আউট নিয়ে একেবারেই খুশি ছিলেন না। তাঁর দাবি ছিল, বল ব্যাটে লাগলেও তা সঞ্জু স্যামসনের হাতে যাওয়ার আগেই মাটিতে পড়ে গিয়েছে। তবে এই সিদ্ধান্ত মাঠে থাকা আম্পায়ারদের নয়, বরং সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার। ফলে রিভিউয়ের সুযোগ নেই। ড্রেসিংরুমে ফেরার সময়, অসন্তোষ প্রকাশ করেন। খুশি ছিলেন না দোলের কোচ মাইক হেসনও। ধারাভাষ্য দেওয়ার সময়, ওয়াসিম আক্রাম ও ওয়াকার ইউনিস এই সিদ্ধান্তের সমালোচনা করে।  

Advertisement

টসে জিতল ভারত

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারত। দলে ফিরলেন জসপ্রীত বুমরা। 

ভারতীয় দলের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের প্লেয়িং ১১: সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ।

Read more!
Advertisement
Advertisement