Advertisement

Asia Cup 2025 India Pak Match: পাকিস্তানকে হারিয়ে পহেলগাঁও-শ্রদ্ধা সূর্যকুমারের, জয় উৎসর্গ করলেন জওয়ানদের

Asia Cup 2025 India Pak Match: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা আর বিতর্ক। এ বারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে, এই খবর প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। দিল্লি ও লখনউয়ের বেশ কিছু সংগঠন এ দিনের ম্যাচের সম্প্রচারের বিরোধিতা করে বিক্ষোভ দেখায়।

পাকিস্তানকে হারিয়ে পহেলগাঁও-শ্রদ্ধা সূর্যকুমারের, জয় উৎসর্গ করলেনপাকিস্তানকে হারিয়ে পহেলগাঁও-শ্রদ্ধা সূর্যকুমারের, জয় উৎসর্গ করলেন
Aajtak Bangla
  • দুবাই,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 12:50 AM IST

Asia Cup 2025 India Pak Match: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষেই ক্রিকেট মাঠ ছাড়িয়ে নজর কেড়ে নিল সূর্যকুমার যাদবের একটি মানবিক বার্তা। ম্যাচ জিতে ক্যাপ্টেনস টকের পর তাঁকে ধন্যবাদ জানানোর পর নিজেই মাউথপিস চেয়ে নিলেন। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের জয়-পরাজয়কে পিছনের সারিতে ঠেলে দিলেন। 

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা আর বিতর্ক। এ বারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে, এই খবর প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। দিল্লি ও লখনউয়ের বেশ কিছু সংগঠন এ দিনের ম্যাচের সম্প্রচারের বিরোধিতা করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, যেখানে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই আমাদের সেনাদের হত্যা করছে, সেখানে কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখা হচ্ছে?

এদিন দিল্লির জনপথ ও লখনউয়ের হজরতগঞ্জে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেন একাধিক সংগঠনের সদস্যরা। কেউ কেউ ম্যাচ বন্ধের দাবি তোলেন, কেউ আবার বিসিসিআইয়ের ‘নৈতিক অবস্থান’ নিয়েও প্রশ্ন তোলেন। পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ নিয়ন্ত্রিত থাকলেও, সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক ঘিরে প্রবল তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বা দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শুধু সূর্যকুমারের শ্রদ্ধা বার্তাই যেন কিছুটা ভারসাম্য তৈরি করে দিল বিতর্কের মাঝে। তিনি বলেন, "আমরা পহেলগাঁও শহীদদের পরিবারের পাশে আছি। তাদের প্রতি সংহতি জানাই। আজকের জয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।"

সব মিলিয়ে একদিকে মাঠে উত্তেজনা, অন্যদিকে মাঠের বাইরেই জোর চর্চা। ভারত-পাক ম্যাচ যেন এ বার শুধুই খেলার গণ্ডিতে আটকে থাকল না। সেই আবহেই সূর্যকুমারের বার্তা যেন একটু আলাদা আলো ফেলল, যেখানে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমই হয়ে উঠল আসল বিষয়।
 

Read more!
Advertisement
Advertisement