Advertisement

Asia Cup 2025 : আজ থেকে শুরু এশিয়া কাপ, বুধে খেলবে ইন্ডিয়া, কোথায়-কখন দেখবেন ম্যাচ?

আজ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

Team IndiaTeam India
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 6:43 PM IST
  • আজ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ
  • প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান

আজ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরপর ১৪ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল। 

এই প্রথমবার আটটি দল খেলছে এশিয়া কাপে। দুটো গ্রুপে ভাগ করে টুর্মানেন্ট হবে। গ্রুপ এ তে ভারতের সঙ্গে রয়েছে ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ বিতে শ্রীলঙ্কা, হংকং, বাংলাদেশ ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে যাওয়ার সুযোগ পাবে। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। 

কোথায় ম্য়াচ দেখা যাবে? 

ভারতে এই ম্যাচ দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া অনলাইনে সনি স্ট্রিমিং লিভে দেখা যাবে। এবারের এশিয়া কাপে মোট ১৯টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে ১৮ টি ম্যাচ ভারতীয় সময় রাত ৮ টা থেকে দেখা যাবে। শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের ম্যাচটি বিকেল সাড়ে পাঁচটা থেকে সম্প্রচারিত হবে। 

কে কতবার জিতেছে এশিয়া কাপে? 

এটা এশিয়া কাপের ১৭ তম আসর। এবার টি টুয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। ২০১৬ ও ২০২২ সালেও একই ফর্ম্যাটে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট। তবে তার আগে এই টুর্নামেন্ট ৫০ ওভারের ছিল। সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জিতেছে ভারত। মোট ৮ বার জয়ী হয়েছে। শ্রীলঙ্কা জিতেছে ৬ বার। সেখানে পাকিস্তানের দখলে এই কাপ থেকেছে ২ বার। 

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না থাকায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে  সংযুক্ত আরব আমিরশাহিকে বেছে নিয়েছে ICC। ফলে এশিয়া কাপের ম্যাচগুলি দুবাই (দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম) এবং আবুধাবিতে (শেখ জায়েদ স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে।  

এশিয়া কাপে ভারতের টিম : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসং (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরা  ও বরুণ চক্রবর্তী।

Advertisement

এরই মধ্যে শোনা যাচ্ছে, গতবারের এশিয়া কাপের তুলনায় এবারের পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ করতে চলেছে এসিসি। এবারের চ্যাম্পিয়নরা পাবে ৩ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২.৬ কোটি টাকা। ২০২৩ সালের চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল ১.২৫ কোটি টাকা। এবারের রানার্সরা পাবে ১.৫ লক্ষ ডলার অর্থাৎ ১.৩ কোটি টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে ১২.৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।   

Read more!
Advertisement
Advertisement