Advertisement

Asia Cup 2025 India Vs Pak: বেধড়ক মার খেয়ে মেজাজ হারাল পাক বোলাররা, গিল-শাহিন, অভিষেক-রউফ উত্তেজনা

Asia Cup 2025 India Vs Pak: ম্যাচের শুরুতেই ভারতের ইনিংসে স্ট্রাইক নেন অভিষেক শর্মা। প্রথম বলেই আফ্রিদির বিরুদ্ধে মারেন ছক্কা, তারপর চার। আগ্রাসী ব্যাটিংয়ের জবাবে আফ্রিদিও কম যান না। পরের ওভারেই শুভমন গিল অফস্টাম্পের বাইরে বল পেয়ে সজোরে চার মারলে, পাকিস্তানি বোলারদের মুখে দেখা যায় চাপা অস্বস্তি।

বেধড়ক মার খেয়ে মেজাজ হারাল পাক বোলাররা, গিল-শাহিন, অভিষেক-রউফ উত্তেজনাবেধড়ক মার খেয়ে মেজাজ হারাল পাক বোলাররা, গিল-শাহিন, অভিষেক-রউফ উত্তেজনা
Aajtak Bangla
  • দুবাই,
  • 22 Sep 2025,
  • अपडेटेड 12:57 AM IST

Asia Cup 2025 India Vs Pak: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়বেই। আর সেই রেশ বজায় থাকল এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের মঞ্চেও। ক্রিকেট মাঠে লড়াই শুধু ব্যাট-বলের হয় না, আবেগ, মনস্তাত্ত্বিক চাপ আর একে অপরকে চাপে ফেলার খেলা চলে বলের ফাঁকেই। সেই উত্তেজনারই যেন চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গেল দুবাইয়ে। যেখানে একদিকে অভিষেক শর্মা-শুভমন গিল, আর অন্যদিকে পাকিস্তানি পেসার শাহীণ আফ্রিদি ও হ্যারিস রউফ।

ম্যাচের শুরুতেই ভারতের ইনিংসে স্ট্রাইক নেন অভিষেক শর্মা। প্রথম বলেই আফ্রিদির বিরুদ্ধে মারেন ছক্কা, তারপর চার। আগ্রাসী ব্যাটিংয়ের জবাবে আফ্রিদিও কম যান না। পরের ওভারেই শুভমন গিল অফস্টাম্পের বাইরে বল পেয়ে সজোরে চার মারলে, পাকিস্তানি বোলারদের মুখে দেখা যায় চাপা অস্বস্তি।

ম্যাচের মাত্র ৫ ওভার পেরোতেই ঘটল বিতর্কিত মুহূর্ত। ভারতের ওপেনার অভিষেক শর্মা ও পাকিস্তানের পেসার হ্যারিস রউফের মধ্যে মাঠেই শুরু হয়ে যায় উত্তপ্ত কথা-কাটাকাটি। দু’জনের মধ্যে একপ্রকার বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সামাল দিতে সামনে এগিয়ে আসেন আম্পায়ার।

আরও পড়ুন

তবে ঘটনা সেখানেই থেমে যায়নি। দু’দলের খেলোয়াড়রাই পরে স্বাভাবিক খেলায় ফিরে আসেন, তবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজ। ভারতীয় সমর্থকদের অনেকেই বলেন, অভিষেকের এই আগ্রাসী মনোভাবই ভারতের ব্যাটিংয়ে ঝাঁজ এনে দেয়। অন্যদিকে পাকিস্তানের ফ্যানেরা মনে করছেন, অভিষেকের ব্যবহার খেলার “স্পিরিট”-এর পরিপন্থী।

এদিকে গিল-অভিষেকের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ ভারতের স্কোরবোর্ডে এনে দেয় দুরন্ত ছন্দ। অভিষেক খেলেন ঝোড়ো অর্ধশতক, আর শুভমন গিলও সাবলীল ছন্দে রান তোলেন। পাকিস্তানি বোলাররা তখন কার্যত চাপেই।

শেষ পর্যন্ত ভারত এই হাইভোল্টেজ ম্যাচ জিতে নিয়েছে। তবে ক্রিকেটপ্রেমীদের আলোচনায় উঠে আসে শুধুই স্কোরলাইন নয়, মাঠে ঘটে যাওয়া মুখোমুখি বাকবিতণ্ডাও।

এই ম্যাচ যেন আরও একবার মনে করিয়ে দিল, ভারত-পাকিস্তান ম্যাচ মানে কেবল খেলা নয়, তা জাতীয় আবেগ, মাঠের উত্তেজনা আর খেলোয়াড়দের অদৃশ্য মানসিক দ্বৈরথের মঞ্চ। দুবাইয়ের মাঠে সেই নাটকেরই নতুন এক অধ্যায় লেখা হল ২১ সেপ্টেম্বর, ২০২৫।

 

Read more!
Advertisement
Advertisement