Advertisement

Asia Cup Ind vs Pak: ভারত-পাক ম্যাচের ৭০০ টিকিট কিনলেন দুবাইয়ের শিল্পপতি, কেন?

এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে সবচেয়ে বড় ব্যাপার হল, ভারত-পাকিস্তান লড়াই। যা পরিস্থিতি তাতে, তিনবার এই দুই প্রবল প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে পারে। এর মধ্যেই ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নামবে দুই দল। সেই ম্যাচের ৭০০ টিকিট কিনে অফিসের কর্মীদের দিয়ে দিলেন দুবাইয়ের ব্যবসায়ী।

ভারত বনাম পাকিস্তানভারত বনাম পাকিস্তান
Aajtak Bangla
  • দুবাই,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 10:25 PM IST

এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে সবচেয়ে বড় ব্যাপার হল, ভারত-পাকিস্তান লড়াই। যা পরিস্থিতি তাতে, তিনবার এই দুই প্রবল প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে পারে। এর মধ্যেই ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নামবে দুই দল। সেই ম্যাচের ৭০০ টিকিট কিনে অফিসের কর্মীদের দিয়ে দিলেন দুবাইয়ের ব্যবসায়ী।

ড্যানিউব গ্রুপের ভাইস-চেয়ারম্যান আনিস সাজান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি ৭০০ টিকিট কিনছেন। খালিজ টাইমসের সাথে কথা বলতে গিয়ে সাজন জানান যে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য তিনি ১০০টি টিকিট আলাদা করে রেখেছেন। সেই খেলার জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য ৮,৭৪২.৪৭ টাকা।

আনিস সাজান বলেন, 'আমরা ভারত বনাম পাকিস্তানের গ্রুপ-পর্বের ম্যাচের জন্য ১০০টি টিকিট কেটে রেখেছি। এছাড়াও, সুপার ৪ পর্বের জন্য আমাদের ১০০টি টিকিট এবং ফাইনালের জন্য আরও ১০০টি টিকিট কেটে রাখা আছে।' ভাইস-চেয়ারম্যান ব্যাখ্যা করেন এমনটা করা হয়েছে কোম্পানির কর্মীদের পুরস্কৃত করার লক্ষ্যে। তিনি বলেন যে এটা স্বীকৃতি, মনোবল বৃদ্ধি করার ক্ষেত্রে কাজে লাগবে।

সাজন আরও বলেন, 'এই ধরণের ক্রিকেট ম্যাচ UAE-তে বিরল, এবং যখন এমন মুহূর্ত আসে, আমি নিশ্চিত করতে চাই যে যারা পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করেন তারাও আনন্দ এবং উদযাপনের অংশ হতে পারেন।' এই গ্রুপটিতে বর্তমানে বিভিন্ন জাতির ২০০০ জনেরও বেশি কর্মী নিয়োগ কাজ করেন। সাজন জানান, টিকিট বিতরণের জন্য তারা একটি লাকি ড্র আয়োজন করছেন।

ড্যানিউব গ্রুপের এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে যখন সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটপ্রেমীরা সরাসরি আন্তর্জাতিক ম্যাচ দেখার জন্য আগ্রহী। কর্মীদের খেলায় অংশগ্রহণের অনুমতি দিয়ে, ড্যানিউব গ্রুপ একটি ইতিবাচক কর্মক্ষেত্রের পরিবেশ গড়ে তুলছে। তবে পাশাপাশি এও শোনা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে, দুবাইয়ে ভারত-পাক লড়াই নিয়ে নাকি কোনও উন্মাদনাই নেই! এমনকী অসংখ্য টিকিট বিক্রিই হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাইভোল্টেজ ম্যাচের ৪ দিনে আগেও সব টিকিট বিক্রি হয়নি। কারণ হিসেবে যা বলা হচ্ছে, তার বাংলা অনুবাদ হতে পারে ‘গলা কাটা দাম’। তাছাড়া সুপার ফোরে উঠলে দুই দলের একাধিকবার দেখা হবে। অনেকে সেই ম্যাচগুলোর দিকে নজর রাখছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement