Advertisement

Asia Cup 2025 IND vs PAK: হ্যারিসকে আউট করে 'প্রতিশোধ' বুমরার, বিতর্ক সেলিব্রেশন নিয়ে

২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালে, মুখোমুখি ভারত-পাকিস্তান। এমন ম্যাচে বিতর্ক হবে না তা হতে পারে? বিতর্ক পিছু ছাড়ল না এই ম্যাচেও।  ভারতের তারকা ফার্স্ট বোলার জসপ্রিত বুমরা পাক ফাস্ট বোলার হ্যারিস রউফের উইকেট নেন। উইকেট নেওয়ার পর, তিনি যেভাবে সেলিব্রেট করেন তা নিয়েই বিতর্ক হতে পারে। 

হারিস রউফ ও জাসপ্রিত বুমরাহহারিস রউফ ও জাসপ্রিত বুমরাহ
Aajtak Bangla
  • দুবাই,
  • 28 Sep 2025,
  • अपडेटेड 10:23 PM IST

২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালে, মুখোমুখি ভারত-পাকিস্তান। এমন ম্যাচে বিতর্ক হবে না তা হতে পারে? বিতর্ক পিছু ছাড়ল না এই ম্যাচেও।  ভারতের তারকা ফার্স্ট বোলার জসপ্রিত বুমরা পাক ফাস্ট বোলার হ্যারিস রউফের উইকেট নেন। উইকেট নেওয়ার পর, তিনি যেভাবে সেলিব্রেট করেন তা নিয়েই বিতর্ক হতে পারে। 

হ্যারিস রাউফ এই টুর্নামেন্টে বাড়বার শিরোনামে এসেছেন। হাত দিয়ে ছয় শূন্য দেখান। মানে, ৬টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ধ্বংসের পাকিস্তানের মিথ্যা কাহিনি। আর এবার মাঠেই হ্যারিসকে আউট করে জবাব দিলেন বুমরা। অঙ্গভঙ্গি করে বোঝাতে চাইলেন পাকিস্তানি বিমান মাটিতে আছড়ে পড়ছে। 

২০২৫ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের সময় পাকিস্তানি বোলার হারিস রউফ উস্কানিমূলক অঙ্গভঙ্গি করে ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রউফের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে অভিযোগ দায়ের করে। পরবর্তীতে আইসিসি রউফকে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে।

টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা ভাল করলেও, মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় সমস্যায় পড়তে হয় পাকিস্তানকে। ১৩.৩ ওভারে ১১৪ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে যখন মোহাম্মদ হারিস (০) অক্ষর প্যাটেলের বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দেন। এরপর ১৪.৪ ওভারে ১২৬ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে যখন ফখর জামান (১) আউট হন। ১৫.৩ ওভারে ১৩১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে যখন হুসেন তালাত (১) অক্ষর প্যাটেলের বলে স্পিন আউট হয়ে সঞ্জু স্যামসনকে ক্যাচ দেন।
 
এরপর কুলদীপের ১৭তম ওভারটি বিপর্যয় নেমে আসে। প্রথম, চতুর্থ এবংষষ্ঠ বলে তিনি তিনজন পাক খেলোয়াড়কে আউট করেন। এই ওভারে সালমান আঘা (৮) আউট হন। সপ্তম উইকেট পড়ে যায় শাহিন শাহ আফ্রিদির। ১৬.৪ ওভারে ১৩৪ রানে। অষ্টম উইকেট পড়ে যায় ফাহিম আশরাফের ১৬.৬ ওভারে ১৩৪ রানে। বুমরা নেন হ্যারিস রউফের নবম উইকেট।

Advertisement

ভারত (প্লেয়িং ইলেভেন): অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান (প্লেয়িং ইলেভেন): সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

Read more!
Advertisement
Advertisement