এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালের আগে আবার নাটক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ভারতীয় ফাস্ট বোলার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে আইসিসিতে (ICC) অভিযোগ দায়ের করেছে। পিসিবি অভিযোগ করেছে যে আর্শদীপ দর্শকদের দিকে 'আপত্তিকর' অঙ্গভঙ্গি করেছেন। পাকিস্তানি সব্বাদ ওয়েবসাইট জিও টিভি সূত্রে এ খবর জানা গিয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ঘটনাটি ২১ শে সেপ্টেম্বর ঘটেছিল, যখন এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তান-ভারত সুপার ফোর ম্যাচ শেষ হওয়ার পর আর্শদীপ দর্শকদের দিকে আপত্তিকর অঙ্গভঙ্গি করে ছিলেন।
অভিযোগে পিসিবি জানিয়েছে যে আর্শদীপ আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন। অভিযোগ অনুসারে, আর্শদীপের আচরণ অনৈতিক এবং খেলার সুনাম নষ্ট করেছে। আচরণবিধি লঙ্ঘনের জন্য ভারতীয় ফাস্ট বোলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পিসিবি।
মাঠ এবং মাঠের বাইরে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই লেগেই আছে। ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং পাক পেসার হ্যারিস রউফকে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। সূর্যকুমার যাদব এবং হারিস রউফ উভয়কেই তাদের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিসিসিআই এবং পিসিবি উভয়ই বিষয়টিকে চ্যালেঞ্জ করেছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের এশিয়া কাপের সময়, সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে জয় উৎসর্গ করে ছিলেন পহেলগাঁও হামলার শিকার সাধারণ মানুষ এবং ভারতীয় সেনাবাহিনীকে। সূর্য শুধু নন, টিম ইন্ডিয়া কোনও ক্রিকেরটারই ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানি।
এদিকে, পিসিবি সূর্যের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে এবং আইসিসিতে অভিযোগ দায়ের করেছে। ভারতীয় অধিনায়ক ভক্তদের অনুভূতির কথা মাথায় রেখে এই বক্তব্য দিয়েছেন। পাকিস্তানি দল ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। পিসিবি একটি অভিযোগও দায়ের করেছে যে সূর্য করমর্দন না করে খেলার চেতনা লঙ্ঘন করেছেন। তবে আইসিসির নিয়ম বইতে বলা নেই যে করমর্দন বাধ্যতামূলক।