Advertisement

Asia Cup 2025 Ind vs Pak: সূর্যকুমারের কাছে ফের পাত্তা পেলেন না পাকিস্তানের ক্যাপ্টেন, করমর্দন ছাড়া হল টস

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও পিছু ছাড়ল না হ্যান্ডশেক বিতর্ক। আবারও টসের সময় হাত মেলাতে দেখা গেল না ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও পাক ক্যাপ্টেন সলমন আগাকে। ভারতীয় অধিনায়ক প্রায় উপেক্ষা করে যান পাক ক্যাপ্টেনকে। তিনি আগার দিকে তাকাননি। ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে যে সূর্য সলমনকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

Aajtak Bangla
  • দুবাই,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 9:07 PM IST

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও পিছু ছাড়ল না হ্যান্ডশেক বিতর্ক। আবারও টসের সময় হাত মেলাতে দেখা গেল না ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও পাক ক্যাপ্টেন সলমন আগাকে। ভারতীয় অধিনায়ক প্রায় উপেক্ষা করে যান পাক ক্যাপ্টেনকে। তিনি আগার দিকে তাকাননি। ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে যে সূর্য সলমনকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

এই দৃশ্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা শুরু হয়ে গিয়েছে। দর্শকদের অনেকেই একে 'নো হ্যান্ডশেক পার্ট ২' নামও দিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক ভারত-পাকিস্তান ম্যাচে এই বিতর্ক বারবার আলোচনায় উঠে এসেছে। টসে উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও। টসের পর এই ম্যাচ নিয়ে সুর্যকুমার বলেন, 'আমরা এই ম্যাচকে সাধারণ ম্যাচের মতোই দেখছি।' 

আগের ম্যাচেও হাত মেলায়নি দুই  দল
১৪ সেপ্টেম্বর গ্রুপ এ ম্যাচ চলাকালীন, ভারতীয় ক্রিকেট অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ম্যাচের পরে ভারতের অন্য খেলোয়াড়রাও পাকিস্তা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে করমর্দন করেননি। এরপর যখন পাকিস্তান খেলোয়াড়রা সীমানার দড়ির কাছে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তখন ভারতীয় খেলোয়াড়রাও ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন।

এদিনের ম্যাচে টসে সূর্য' বলেন, 'আমরা প্রথমে বোলিং করছি। পিচ ভালো দেখাচ্ছে, আর গতকাল শিশির পড়েছিল। প্রথম রাউন্ড থেকেই আমরা ভাবছিলাম আমরা নকআউট টুর্নামেন্ট খেলছি; কিছুই বদলায়নি। (আবু ধাবিতে) ওটা ছিল সম্পূর্ণ ভিন্ন উইকেট। বুমরাহ এবং বরুণ ফিরে আসছেন, আর ওমানের বিপক্ষে খেলা আর্শদীপ এবং হর্ষিত এই ম্যাচে বাদ পড়েছেন।'

টসে সলমান আগা বলেন, 'আমরা প্রথমে বোলিং করতাম। এটি একটি নতুন ম্যাচ, একটি নতুন চ্যালেঞ্জ। পরিবেশ স্বাভাবিক। পিচটি কিছুটা ধীর মনে হচ্ছে। আমরা ব্যাটিং এবং বোলিং উভয় দিক দিয়েই ভালো শুরু করতে চাই। দুটি পরিবর্তন এসেছে। হাসান নওয়াজ এবং খুশদিল শাহ এই ম্যাচে খেলছেন না।' 

Advertisement

সুপার 4-এ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেয়িং 11: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
সুপার 4-এ ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ।

Read more!
Advertisement
Advertisement