Advertisement

Asia Cup 2025 India vs Pakistan: পাক ম্যাচের আগে টেলেন্ডারদের নিয়ে আলাদা প্র্যাকটিস, বরুণদের তৈরি থাকার নির্দেশ

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) যুদ্ধের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। সংযুক্ত আরব আমিরশাহি মাচ জিতে একদিন বিশ্রাম নিয়েই তাই এই মহারণের প্রস্তুতি শুরু করে দিলেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরারা। এই ম্যাচেও খেলতে পারেন শিবম দুবে। গত ম্যাচে ৩ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন এই অলরাউন্ডার।

বরুণ চক্রবর্তীবরুণ চক্রবর্তী
Aajtak Bangla
  • দুবাই,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 2:42 PM IST

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) যুদ্ধের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। সংযুক্ত আরব আমিরশাহি মাচ জিতে একদিন বিশ্রাম নিয়েই তাই এই মহারণের প্রস্তুতি শুরু করে দিলেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরারা। এই ম্যাচেও খেলতে পারেন শিবম দুবে। গত ম্যাচে ৩ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন এই অলরাউন্ডার।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে এদিন উপস্থিত ছিল গোটা ভারতীয় দল। তবে সাংবাদিকদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেই এদিন বেশ কিছুটা দূরেই অনুশীলন করলেন শুভমন গিল থেকে রিঙ্কু সিংরা। তবে যেটুকু অনুশীলন দেখা গেল, তা থেকে পরিষ্কার পাকিস্তান ম্যাচেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনেকটাই শিবম দুবের উপরে ভরসা রাখছে। তাঁকে এদিন দীর্ঘক্ষণ ব্যাটিং এবং বোলিং করানো হল। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর থেকে বোলিং কোচ মনি মর্কেল। 

পাশাপাশি ভারতীয় টেল এন্ডাররাও যাতে দলের প্রয়োজনে কিছু রান করতে পারেন তাই তাদের ব্যাটিংয়ের দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে। এদিন যেমন বরুণ চক্রবর্তীকে দারুন ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল।

দলের ফিল্ডিংকে আরও ধারালো করতে ক্যাচ ধরার অনুশীলনও করলেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে দলের সহ অধিনায়ক শুভমন এবং হার্দিক পান্ডিয়াকে বেশ কিছু অনবদ্য ক্যাচ ধরতেও দেখা যায়। এছাড়াও নেটে দীর্ঘক্ষণ ভারতীয় ব্যাটাররা ঘাম ঝরালেন। অনুশীলনের মাঝে গম্ভীরকে দীর্ঘক্ষণ সঞ্জুর সঙ্গেও কথা বলতে দেখা যায়। 

এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের ব্যাটিং সীতাংশ কোটাক। তাঁকে প্রশ্ন করা হয় সঞ্জুকে পাঁচ অথবা হয় নম্বরে ব্যাট করানোর কতটা সঠিক সিদ্ধান্ত? উত্তরে সীতাংশ বলেন, 'সঞ্জু যদি ৫ অথবা ৬ নম্বরে ব্যাট যদি করেও, সেটা কোনও নতুন ঘটনা নয়। আমাদের দলে ওপেনিং স্লট ছাড়লে সবাই যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। তাই আমরা এটা নিয়ে ভাবছি না।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement