Advertisement

Asia Cup: ফিট বুমরাও, এশিয়া কাপের আগে জোড়া স্বস্তি ভারতীয় দলে

ফিটনেস পরীক্ষায় পাশ করে গেলেন জসপ্রীত বুমরা। অর্থাৎ তিনি এশিয়া কাপে খেলতে পারেন। কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টে টেস্ট খেলে এসেছেন ভারতের তারকা পেসার। এরপর এশিয়া কাপের আগে ফিটনেস টেস্ট দিয়ে তা পাশ করলেন তিনি।

বুমরাবুমরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 3:09 PM IST

ফিটনেস পরীক্ষায় পাশ করে গেলেন জসপ্রীত বুমরা। অর্থাৎ তিনি এশিয়া কাপে খেলতে পারেন। কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টে টেস্ট খেলে এসেছেন ভারতের তারকা পেসার। এরপর এশিয়া কাপের আগে ফিটনেস টেস্ট দিয়ে তা পাশ করলেন তিনি। 

টি২০ বিশ্বকাপের পর প্রথমবার
১৯ আগস্ট মুম্বইতে নির্বাচকরা দল ঘোষণার জন্য বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের জানা গিয়েছে, 'বুমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এশিয়া কাপে ওকে পাওয়া যাবে। নির্বাচক কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসে এ বিষয়ে আলোচনা করবে।' গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বুমরা, ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলেননি। সেবার তিনি রোহিত শর্মার দলকে জয়ের পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বার্বাডোসের ব্রিজটাউনে ফাইনালে, তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রানে ২ উইকেট নিয়ে ভারতকে নাটকীয় জয় এনে দেন। 

৪০ দিন পর দেখা যেতে পারে বুমরাকে 
সামনে আবার টি২০ বিশ্বকাপ। এরপর আর গা ঘামানোর জায়গা থাকবে না বুমরার। সঙ্গে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারাটাও দেখতে হবে। তাই তাঁকে এশিয়া কাপেই দেখে নিতে চাইবেন নির্বাচকরা। এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হওয়ায়, চোট বা ওয়ার্কলোডের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বুমরাকে প্রতি ম্যাচে চার ওভার বল করতে হবে। পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলির মধ্যে তিন থেকে চার দিনের বিশ্রাম রয়েছে। ফলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। গুরুত্বপূর্ণ বিষয় হল, ইংল্যান্ডে তাঁর শেষ টেস্ট খেলা এবং টুর্নামেন্টে ভারতের উদ্বোধনী ম্যাচের মধ্যে প্রায় ৪০ দিনের বিরতি থাকবে।

আরও পড়ুন

তিনবার পাকিস্তানের সঙ্গে ম্যাচের সম্ভাবনা 
প্রতিযোগিতা চলাকালীন ভারতের সঙ্গে তিনবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচ হতে পারে, তাদের আগেই সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার কথা রয়েছে। বিসিসিআই বেঙ্গালুরুতে একটি প্রস্তুতি শিবিরের কথা বলেছিল। তবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ম্যানেজমেন্ট কয়েক দিন আগে দুবাই পৌঁছানোর আর্জি জানায়। তা মঞ্জুরও হয়। 'এখানে ক্যাম্প করার পরিবর্তে, দলটি তিন থেকে চার দিন আগে উড়ে যাবে যাতে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তারা ভালো অনুশীলন করতে পারে,' দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে জানা গিয়েছে।

Advertisement
জসপ্রীত বুমরা


ভাল ফর্মে বুমরা
ইংল্যান্ড টেস্টেও দারুণ ছন্দে ছিলেন বুমরা। প্রথম চারটি টেস্টের মধ্যে তিনটিতে খেলেছিলেন, দুটিতে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং সিরিজ জুড়ে মোট ১১৯.৪ ওভার বোলিং করেছিলেন।

Read more!
Advertisement
Advertisement