Advertisement

Asia Cup 2025: 'এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ টিভিতে দেখানোই উচিত নয়'

আগামি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আর সেখানেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচ সরাসরি সম্প্রচার করা উচিত নয় বলে জানিয়ে দিলেন শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুবেদী। পাহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ করা নিয়ে নানা মত প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা।

প্রিয়াঙ্কা চতুবেদীপ্রিয়াঙ্কা চতুবেদী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 6:54 PM IST

আগামি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আর সেখানেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচ সরাসরি সম্প্রচার করা উচিত নয় বলে জানিয়ে দিলেন শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুবেদী। পাহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ করা নিয়ে নানা মত প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। 

অনেকেই মনে করেন, এই ম্যাচ ভারতের খেলা উচিত নয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা এক চিঠিতে প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর, ভারতীয় নিরাপত্তা বাহিনী অপারেশন সিঁদুর শুরু করে, যার লক্ষ্য ছিল সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তান। তিনি লিখেছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার সিদ্ধান্ত সন্ত্রাসবাদের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতির পরিপন্থী।

তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের পর, ভারত সরকার বিদেশে একটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছিল এই বার্তা দেওয়ার জন্য যে, ভারত সন্ত্রাসবাদের প্রতি কোনও নমনীয়তা দেখাবে না। তিনি নিজেও সেই প্রতিনিধিদলের অংশ ছিলেন। প্রিয়াঙ্কা চতুর্বেদী বিসিসিআই এবং ক্রীড়া মন্ত্রকের সমালোচনা করে বলেন যে, দুই দেশই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার ব্যাপারে অনড়। তিনি অভিযোগ করেন যে, ক্রীড়াঙ্গনের নামে এই ম্যাচ আয়োজন করা সন্ত্রাস-পৃষ্ঠপোষক দেশের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না দেখানোর মতো। তিনি আরও লিখেছেন যে, জাতীয় স্বার্থ এবং জনসাধারণের অনুভূতির কথা বিবেচনা করে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উচিত সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এবং অ্যাপে এই ম্যাচের লাইভস্ট্রিমিং বন্ধ করা। এ ছাড়াও, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রচারকদেরও সরাসরি সম্প্রচার বন্ধ করা উচিত।

প্রিয়াঙ্কা চতুর্বেদী একটি উদাহরণ দিয়ে বলেন, বিশ্ব ইতিহাসে অনেকবারই দেশগুলি খেলাধুলার চেয়ে নীতিকে বেশি প্রাধান্য দিয়েছে, যেমন বর্ণ বৈষম্যের যুগে দক্ষিণ আফ্রিকার বয়কট, অলিম্পিক বয়কট এবং সম্প্রতি ভারতে অনুষ্ঠিত এশিয়া হকি কাপে পাকিস্তান হকি দলের খেলতে দেওয়া হয়নি।

Advertisement

প্রিয়াঙ্কা ১৯৯০-৯১ সালে পাকিস্তানের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট বয়কটের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বিসিসিআই যে অর্থ উপার্জনের জন্য এই ম্যাচ প্রচারের উপর জোর দিচ্ছে, তা কেবল রক্তের টাকা নয়, বরং অভিশপ্ত টাকাও হবে, কারণ এটি পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার শিকার এবং আমাদের সৈন্যদের কফিন দ্বারা অভিশপ্ত। ১৪ সেপ্টেম্বর দুবাইতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে এবং এই টুর্নামেন্টটি টি-২০ ফর্ম্যাটে খেলা হবে।

Read more!
Advertisement
Advertisement