রবিবার এশিয়া কাপের মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান। আর এই ম্যাচ নিয়েই অসন্তোষ প্রকাশ করেন এপ্রিলে পাহেলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদির স্ত্রী ঐশ্বন্যা। পহেলগাম জঙ্গি হামলা, অপরাশেন সিঁদুর ও ওয়াঘা সীমান্তের দুই দেশের উত্তেজনার পর এই প্রথম বাইশ গজে আয়োজিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আর এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ঐশ্বন্যা দ্বিবেদী।
এশিয়া কাপের ম্যাচ এখন হওয়ার কোনও মানে নেই বলে মনে করেন ঐশ্বন্যা দ্বিবেদী। ক্ষোভ উগড়ে দিয়ে বললেন,'ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের কোনও আবেগ নেই পহেলগাঁওতে যে ২৬ জন জঙ্গিদের আক্রমণে প্রাণ হারাল তাদের নিয়ে। অপারেশন সিঁদুরে শহিদ জওয়ানদের আত্মত্য়াগও বিসিসিআইয়ের কাছে কিছুই নয়। আসলে অর্থ ছাড়া ওরা আর কোনও কিছুই বোঝে না। ওদের পরিবারের কেউ সেদিন প্রাণ হারায়নি বলেই ওরা পাকিস্তানের মত সন্ত্রাসবাদী দেশের সঙ্গে খেলছে। এই খেলার মাধ্যমে পাকিস্তান অনেক অর্থ রোজগার করবে, তারপর সেই অর্থেই পরে আমাদের এখানে আক্রমণ করবে।'
এরপর ঐশ্বন্যা আবেদন করলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ কেউ টিভিতে দেখবেন না, স্টেডিয়ামে যাবেন না। পুরোপুরি বয়কট করুন।'এশিয়া কাপের সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টসের উদ্দেশ্য়ে তোপ দেগে ঐশ্বন্য়া বললেন,'ওরা যেভাবে বড় করে এই ম্যাচের প্রচার সেটা দেখে লজ্জা হচ্ছে।'
বিয়ের মাস দুইয়েকের মধ্যে হানিমুনে গিয়ে পাহেলগাঁওতে হামলার স্বীকার হন শুভম দ্বিবেদি। অন্ততনাগের বৈসরনেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলিতে শুভম দ্বিবেদীকে ঝাঁঝরা করে দেয়। এরপরেই ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন সিঁদুর শুরু করা হয়। পাক অধিকৃত কাশ্মীর বসহ পাকিস্তানের নানা জায়গায় আক্রমণ করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সেনা বাহিনী। এরপরেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নানা জল্পনা চলত থাকে।
তবে ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ম্যাচ হবে না। তবে অন্য কোনও টুর্নামেন্টে যেমন এশিয়া কাপ, বিশ্বকাপে দুই দল খেলতে পারবে। পাশাপাশি এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ভারত অথবা পাকিস্তান কোনও দলই সে দেশে গিয়ে কওনও ম্যাচ খেলবে না। সেই মতোই দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচ খেলতে নামবে ভারত ও পাকিস্তান। আর তা নিয়েও শুরু ভ্যেছে ক্ষোভ। সন্ত্রাসের আবহে কেন এই ম্যাচ ভারত খেলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।