গম্ভীরের জমানায় আর্শদীপ সিংয়ের জায়গা হচ্ছে না। আরব আমিরশাহির বিরুদ্ধে বাঁ হাতি সিমারকে না দেখে এভাবে কোচের বিরুদ্ধে তোপ দেগেছেন রবিচন্দ্রন অশ্বিন। টি ২০ ম্যাচে অর্শদীপের স্ট্রাইক রেট ১৩.২৩। ৬৩ ম্যাচে নিয়েছেন ৯৯টি উইকেট। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে পারলে ১০০ উইকেট হয়ে যেতে পারত তাঁর।
অবাক অশ্বিন
আমিরশাহি ম্যাচে প্রথম ভারতীয় হিসাবে টি ২০ ম্যাচে অর্শদীপের ১০০ উইকেট হতে পারত। কিন্তু সূর্যকুমার যাদবরা অর্শদীপকে না খেলানোর সিদ্ধান্ত নেন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'অর্শদীপ বাদ পড়ায় আমি অবাক হয়েছি। কিন্তু এটা নতুন ব্যাপার নয়। গম্ভীর কোচ হয়ে আসার পর এটা হচ্ছে।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেননি অর্শদীপ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতলেও দলের বাঁ হাতি পেসারের জায়গা না পাওয়া নিয়ে এখনও ক্ষুব্ধ অশ্বিন। তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্শদীপ একটাও ম্যাচ খেলেনি। আমিরশাহি ম্যাচেও একই ঘটনা ঘটল। হতে পারে যে দুবাইয়ের কন্ডিশনের জন্য ওরা স্পিনের উপর জোর দিয়েছে। গম্ভীর যখন কেকেআরের হয়ে ট্রফি জিতেছিল, তখনও স্পিনের উপরেই জোর দিয়েছিল।'
২০২৫-এ অর্শদীপ শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলেছেন। তিনটি টি ২০ ম্যাচে তিনি চার উইকেট নেন। খেলেন দুটি একদিনের ম্যাচও। এরপর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হর্ষিত রানা ও মহম্মদ শামি খেলায় তাঁর জায়গা হয়নি। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে দলে থেকেও অর্শদীপ খেলার সুযোগ পাননি। একটি ম্যাচে খেলার সুযোগ পেয়ে যান অংশুল কম্বোজ। অশ্বিন বলেন, 'এই টিমটাই টি ২০ বিশ্বকাপ পর্যন্ত দেখতে পাব। তবে ভাল দলের বিরুদ্ধে এই কম্বিনেশন চলবে কিনা সন্দেহ। অর্শদীপ বিগ পারফর্মার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল বল করেছে। এরকম কাউকে বাইরে রাখা কঠিন। আমি জানি শিবম দুবে কয়েকটি উইকেট নিয়েছে। তবে এই কম্বিনেশনে আমি সন্তুষ্ট হতে পারছি না।'