ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের পিচ চিনতে কি ভুল করে ফেললেন পাকিস্তান ক্যাপ্টেন সলমন আগা? টসে জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২ উইকেট হারায় পাকিস্তান। একের পর এক ডট বল করে স্পিনাররা পরিস্থিতি আরও কঠিন করে তোলেন ভারতের স্পিনাররা। তবে কি টসে জিতে নেওয়া সিদ্ধান্ত ভুল ছিল?
সলমন আগা মনে করেছিলেন, প্রচন্ড গরমের কারণে পিচ আরও স্লো হবে। ফলে ভারতের ব্যাট করতে সমস্যা হবে। তবে তার আগেই কাজের কাজ করে দেন ভারতের বোলাররা। স্পিনারদের বল প্রায় বুঝতেই পারছিলেন না পাক ব্যাটাররা। ফলে একের পর এক ডট বল হয়েই চলেছিল। চাপ বাড়ছিল। ৪৯ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।
পরেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। ভারতের স্পিনাররা কাজ করে যেতে থাকেন। চাপ বাড়তে থাকে আর তাতেই ভেঙে পড়তে থাকে পাক ব্যাটিং। সিঙ্গল, ডাবলস না নিয়ে নিজেদের চাপ বাড়িয়ে ফেলে তারা।
সূর্যকুমার যাদব বলেন, 'আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম, এই সিদ্ধান্তে খুশি। উইকেট ভালো ছিল এবং রাতে ব্যাট করা সুবিধা হবে। এখানে খুব আর্দ্রতা আছে, তাই আমর মনে হয় শিশির পড়বে। দলে কোনও বদল নেই।'
টসের সময় সালমান আগা বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব। দল ভালো ক্রিকেট খেলেছে, আমরা খুবই উত্তেজিত এই ম্যাচটার জন্য। উইকেট স্লো বলে মনে হচ্ছে। আমরা শুধু প্রথমে ব্যাট করে রান করতে চাই। আমরা প্রায় ২০ দিন ধরে এখানে আছি এবং পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি।'
টসের সময় যখন সূর্যকুমার যাদব এবং সালমান আগা মাঠে আসেন, তখন সমর্থকরা প্রচুর চিৎকার করতে থাকেন। কিন্তু দুই অধিনায়ক একে অপরের দিকে তাকাননি, হাতও মেলানি। দুজনেই একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। পাহেলগাঁও আক্রমণের পর এই প্রথমবার দুই দল মুখোমুখি হচ্ছে। এ নিয়ে উত্তেজনাও ছড়িয়েছে। অনেকেই মনে করছেন এই ম্যাচ ভারতের খেলা উচিত হয়নি।
সেই কারণেই প্রতিবাদের অংশ হিসেবে হাত মেলানি সূর্যকুমার। আর তাতেই সেই ছবি ভাইরাল।