Advertisement

Asia Cup 2025: এশিয়া কাপ চলাকালীনই শাস্তি পেতে পারেন সূর্যকুমার, রায় কাল

ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ যেমন মাঠে ইতিমধ্যেই দুইবার হয়ে গিয়েছে তেমনই শেষ হচ্ছে না মাঠের বাইরের যুদ্ধ। পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে সূর্যকুমার যাদবকে যেতে হল শুনানিতে। বিসিসিআই পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে নালিশ করে। বিতর্কিত সেলিব্রেশন করায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

 এই ফ্রেমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এই ফ্রেমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • দুবাই,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 10:56 PM IST

ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ যেমন মাঠে ইতিমধ্যেই দুইবার হয়ে গিয়েছে তেমনই শেষ হচ্ছে না মাঠের বাইরের যুদ্ধ। পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে সূর্যকুমার যাদবকে যেতে হল শুনানিতে। বিসিসিআই পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে নালিশ করে। বিতর্কিত সেলিব্রেশন করায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে কী অভিযোগ?
বিসিসিআই দুই পাক ক্রিকেটারের উচ্ছ্বাসপ্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসি-কে ই-মেল করেছিল বিসিসিআই। হাফসেঞ্চুরির পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তা হলে শুনানি হবে। সেখানে আইসিসি-র এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাঁদের। ফারহান বললেন, 'সেই সেলিব্রেশন আমার মনে এসে গেল। আমি সাধারণত খুব বেশি এসব করি না। আমি ভেবেছিলাম আলাদা কিছু করব। এখন মানুষ এটাকে কে কীভাবে নেয় তাতে আমার কিছু যায় আসে না।'

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন ভারতের অধিনায়ক। কুর্নিশ করেছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। পিসিবি-র মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। সূর্য নিজের ‘ভুল’ স্বীকার করলে শাস্তির মাত্রা ঠিক করবেন তিনিই। না হলে শুনানি হবে।

 

সূর্যকুমারের শুনানি হয়ে গিয়েছে। রায় বেরোবে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগেই। আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। 

যদি সাহেবজাদা ফারহান এবং হারিস রউফের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তাদের দুজনকেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে কারণ মাঠে খেলোয়াড়রা খেলার স্পিরিটের বিরুদ্ধে অঙ্গভঙ্গি করতে পারবেন না।

Read more!
Advertisement
Advertisement