Advertisement

Asia Cup 2025: ওমান বিশ্বকাপ খেলতে পারবে? বিশেষ পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল ভারত। নিয়মরক্ষার ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়ে জয় পেল সূর্যকুমার যাদবের দল। ম্যাচ হারলেও ভারতের বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেন ওমানের ক্রিকেটাররা। ম্যাচেরপর সাংবাদিক সম্মেলনে এসে ওমানের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের ক্যাপ্টেন।

ওমানের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় সূর্যকুমারওমানের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় সূর্যকুমার
Aajtak Bangla
  • আবু ধাবি,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 1:11 PM IST

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল ভারত। নিয়মরক্ষার ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়ে জয় পেল সূর্যকুমার যাদবের দল। ম্যাচ হারলেও ভারতের বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেন ওমানের ক্রিকেটাররা। ম্যাচেরপর সাংবাদিক সম্মেলনে এসে ওমানের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের ক্যাপ্টেন।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে দেখা যায়, ওমানের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে। ভারতীয় দলের ছবিও তুললেন তাঁরা। শেষে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার ওমানের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, 'ওমান নিজেদের ছাপিয়ে গিয়ে আজ দুরন্ত লড়াই করেছে। ওদের লড়াকু মানসিকতাকে সম্মান জানাই।' 

পাশাপাশি, দলের খেলায় উচ্ছ্বসিত সূর্য। তিনি বলেন, 'এই ধরনের আবহাওয়ায় ব্যাটিং বা বোলিং করা খুব কঠিন। তবে সকলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এবার আমাদের লক্ষ্য সুপার ফোরে ভাল পারফর্ম করা।' অন্যদিকে, ব্যাট হাতে ৪৫ বলে ৫৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন। নিজের সাফল্যের প্রসঙ্গে সঞ্জু বলেন, 'এই গরমে কাজটা আমাদের জন্য সহজ ছিল না। আমি দীর্ঘদিন নিজের ফিটনেস নিয়ে পরিশ্রম করছি। মিডল অর্ডারে আজ নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেম। যা করেছি সবটাই দলের জন্য।" ওমানের বোলিং দক্ষতাকে সম্মান জানিয়ে সন্তু বলেন, "ওরা বল হাতে খুব ভাল লড়াই করেছে। আমাদের সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। এই লড়াইকে কুর্ণিশ।'

ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ও মানের খেলোয়াড়দের ক্রিকেট টিপস দিতেও দেখা গেছে। এটি দেখে সোশ্যাল মিডিয়ায় মানুষ পাকিস্তানকে উপহাস করছে। ব্যবহারকারীরা বলছেন যে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানকে বয়কট করেছে এবং প্রতিটি ম্যাচেই ক্রীড়ানুরাগী মনোভাব প্রদর্শন করছে।

এই ম্যাচের কথা বলতে গেলে, টিম ইন্ডিয়া ওমানের জন্য ১৮৯ রানের লক্ষ্য নির্ধারণ করেছিল। ক্যাপ্টেন সূর্য ব্যাট করতে নামেননি। তবে, ওমানের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্ম করে ছিলেন এবং এক পর্যায়ে ভারতীয় বোলারদের জন্য সমস্যা তৈরি করে ছিলেন। ম্যাচটি ২০তম ওভারে চলে যায়। ও মান ২১ রানে হেরে গেলেও, তারা মনোবল দেখিয়েছিল। এখন, টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ ২১ শে সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement