Advertisement

Asia Cup 2025: বিরাট ধাক্কা বাংলাদেশ শিবিরে, চোটের জন্য টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নেই ক্যাপ্টেন

ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে খেলতে পারছেন না লিটন দাস। ফলে ক্যপ্টেন বদল করতে হয়েছে তাদের। ম্যাচ শুরু হওয়ার আগেরদিন থেকেই অনুশীলনে লিটন চোট পাওয়ার পর থেকেই এই আশঙ্কা করা হয়েছিল। আর সেটাই বুধবার সত্যি হল। তাঁর জায়গায় জাকের আলিকে ক্যাপ্টেন করা হয়েছে। 

লিটন দাস লিটন দাস
Aajtak Bangla
  • দুবাই,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 7:55 PM IST

ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে খেলতে পারছেন না লিটন দাস। ফলে ক্যপ্টেন বদল করতে হয়েছে তাদের। ম্যাচ শুরু হওয়ার আগেরদিন থেকেই অনুশীলনে লিটন চোট পাওয়ার পর থেকেই এই আশঙ্কা করা হয়েছিল। আর সেটাই বুধবার সত্যি হল। তাঁর জায়গায় জাকের আলিকে ক্যাপ্টেন করা হয়েছে। 

কীভাবে চোট পেলেন লিটন?
দলে চার বদল এনেছে বাংলাদেশ। তবে ভারতীয় দলে কোনও বদল হয়নি। অনুশীলনের সময় তিনি পিঠে ব্যথা অনুভব করেন। জানা গিয়েছে একটি ব্যাকফুট শট খেলার পর তাঁর পিঠে ব্যথা শুরু হয়। ব্যথায় রীতিমতো কাতরাতে শুরু করেন লিটন। সঙ্গে সঙ্গে ফিজিও দল তাঁর সাহায্যে ছুটে আসে এবং মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

তবে এই ঘটনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বলেছিলেন, 'আমরা আজ লিটন দাসের দিকে নজর রাখব। লিটনকে বাইরে থেকে ঠিক মনে হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটি মেডিক্যাল পরীক্ষা করতে হবে।' তবে সব কিছু করেও তাঁকে ফিট করা যায়নি। টসের সময় জাকের বলেন, 'লিটন প্র্যাক্টিসের সময় চোট পেয়েছে। সে জন্য খেলছে না। তবে আশা করছি শীঘ্রই ও ফিরবে।' 

নতুন দায়িত্ব পেয়ে উত্তেজিত জাকের। বলেন, 'উত্তেজিত তো বটেই। এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।' ভারত বিশ্বসেরা। ফলে তাদের বিরুদ্ধে খেলা বেশ কঠিন বলে মনে করছেন জাকের। বলেন, 'আমরা খুব শক্তিশালি দলের বিরুদ্ধে খেলছি। সবাই এই ম্যাচে তাদের সেরাটা দিতে চায় এবং ভারতকে বড় রান করা থেকে আটকাতে আমরা তৎপর।'

বাংলাদেশের প্লেয়িং ইলেভেন- সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (ডব্লিউ/সি), মহম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান 

ভারতীয় দল- অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী

Advertisement

Read more!
Advertisement
Advertisement