Advertisement

Asia Cup 2025: এশিয়া কাপে ফাইনালে ভারত, প্রতিপক্ষ কারা? জানা যাবে আজই

এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। তবে রবিবার ভারতের প্রতিপক্ষ কে তা কিন্তু এখনও ঠিক হয়নি। আসলে সুপার ফোরের শেষ দুটো ম্যাচ এখনও বাকি রয়েছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃহস্পতিবার। এই ম্যাচই ঠিক করে দেবে ভারতের প্রতিপক্ষ কারা।

পাকিস্তান ও বাংলাদেশপাকিস্তান ও বাংলাদেশ
Aajtak Bangla
  • দুবাই,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 1:38 PM IST

এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। তবে রবিবার ভারতের প্রতিপক্ষ কে তা কিন্তু এখনও ঠিক হয়নি। আসলে সুপার ফোরের শেষ দুটো ম্যাচ এখনও বাকি রয়েছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃহস্পতিবার। এই ম্যাচই ঠিক করে দেবে ভারতের প্রতিপক্ষ কারা। 
 

আজ জিততেই হবে 
বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে নামছে বাংলাদেশ ও পাকিস্তান (Bangladesh vs Pakistan)। যে জিতবে তারাই চলে যাবে ফাইনালে। রবিবার শিরোপা দখলের লড়াই ভারতের বিরুদ্ধে। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের পরেই, শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। আর ভারতের ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে বাকি রয়েছে আর দুই দল। সেই দুই দলের মধ্যে কারা ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে তা জানা যাবে আজই। 
 

ফাইনালে ওঠার আগেই ভারতকে হুঙ্কার শাহিনের
পাকিস্তানকে হারানোর পর, সূর্যকুমার বলেন, ভারতের আধিপত্যের কারণে ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচনা করা যায় না। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ, ডু অর ডাই তাঁদের কাছে। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে, আফ্রিদি সূর্যকুমারের বক্তব্য সম্পর্কে প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, 'এটা তার মতামত, তাকে এটা বলতে দিন। যখন আমাদের রেবিবার সম্ভাব্য ফাইনালে) দেখা হবে, তখন আমরা দেখব কী আছে। তখন দেখা যাবে। আমরা এশিয়া কাপ জিততে এসেছি এবং এটার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।' আফ্রিদি জোর দিয়ে বলেন। 'ভারত বা আমরা এখনও ফাইনালে উঠিনি। ফাইনালে যদি আমাদের কোনও ম্যাচ হয়, তাহলে দেখা যাবে।'
 

কীভাবে জিতল ভারত
বুধবার বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। চোটের কারণে অধিনায়ক লিটন দাস এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে যান এবং জাকের আলি অধিনায়কত্বের দায়িত্ব নেন। অভিষেক শর্মা এই ম্যাচে ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন, ৬টি চার এবং ৫টি ছক্কা মারেন। উল্লেখ্য, ২০২৫ সালের এশিয়া কাপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও অভিষেক শর্মার দখলে। তবে অভিষেক যে ছন্দে ছিলেন তাতে তিনি ১০০ করে ফেলতে পারতেন। তিনি রান আউট হন।
 

Advertisement

দুই দলে কারা ছিলেন?
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জাসপ্রিত বুমরা।

বাংলাদেশ (প্লেয়িং ইলেভেন): সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (উইকেটরক্ষক/অধিনায়ক), মহম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Read more!
Advertisement
Advertisement