Advertisement

Asia Cup 2025: এশিয়া কাপে ওপেন কারা করবেন? বিস্তর টানাপোড়েনের মধ্যেই আজ দল ঘোষণা

মঙ্গলবার দুপুরে এশিয়া কাপের (Asia Cup 2025) দল ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে তার আগে জল্পনা ভারতীয় দলের (Team India) ওপেনারদের নিয়ে। চোট কাটিয়ে এই সভায় অংশ নেবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর দলে দুই ওপেনার কে হবেন? লড়াই কিন্তু বেশ কঠিন। ভারতীয় দলের প্রায় সকলেই ভাল ছন্দে। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2025) আগে এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ।

অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনঅভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 9:37 AM IST

মঙ্গলবার দুপুরে এশিয়া কাপের (Asia Cup 2025) দল ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে তার আগে জল্পনা ভারতীয় দলের (Team India) ওপেনারদের নিয়ে। চোট কাটিয়ে এই সভায় অংশ নেবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর দলে দুই ওপেনার কে হবেন? লড়াই কিন্তু বেশ কঠিন। ভারতীয় দলের প্রায় সকলেই ভাল ছন্দে। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2025) আগে এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ।

সুযোগ পাবেন গিল?
সবচেয়ে বড় প্রশ্ন হল টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল এই ফর্ম্যাটে সুযোগ পাবেন কিনা। কারণ গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনার হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন। শুভমান গিলকে শেষবার ২০২৪ সালের জুলাই মাসে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। যশস্বী জয়সওয়ালও এশিয়া কাপের ওপেনার হওয়ার ক্ষেত্রে একজন প্রতিযোগী।

ওপেন করবেন কারা?
তবে কিছু প্রতিবেদন বলা হয়েছে যে টেস্ট এবং আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স সত্ত্বেও তারকা ওপেনার শুভমান গিলের টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়া কঠিন। এর কারণ হল ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার দুর্দান্ত পারফর্ম্যান্স। তিলক ভার্মাও ৩ নম্বরে নিজেকে প্রমাণ করেছেন। অধিনায়ক সূর্যকুমার যাদবকে ৪ নম্বরে খেলতে দেখা যাবে।

বিশ্রাম দেওয়া হতে পারে সিরাজকে
বোলিংয়ের কথা বলতে গেলে, হাঁটুর ছোটখাটো চোট থেকে সেরে ওঠার পর জসপ্রীত বুমরা ফিরে আসতে চলেছেন, অন্যদিকে ইংল্যান্ডে টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং প্রসিদ্ধ কৃষ্ণা ফাস্ট বোলিং বিভাগে থাকতে পারেন। অন্যদিকে স্পিন বিভাগে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া যেতে পারে। সংযুক্ত আরব আমিরশাহিতে এই স্পিনাররা ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

কঠিন লড়াইয়ের সামনে ভারত
এশিয়া কাপে ভারতকে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে। টিম ইন্ডিয়া ১০ সেপ্টেম্বর দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে, এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মহারণে খেলতে নামবে।

Advertisement

এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের সম্ভাব্য ১৫-সদস্যের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল / শুভমন গিল, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে।

Read more!
Advertisement
Advertisement