Advertisement

Asia Cup Final 2025 Ind Vs Pak: ফাইনালের আগে পাকিস্তানের নতুন 'ড্রামা', রউফের জরিমানা ভরবে PCB বোর্ড চিফ

Asia Cup Final 2025 Ind Vs Pak: এই মামলা শুধু রউফের বিরুদ্ধেই নয়, ভারতের পক্ষ থেকেও নির্ধারিক আচরণবিধি লঙ্ঘন-এর অভিযোগ আনা হয়েছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের এক পোস্টের বিবৃতিকে PCB রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া বক্তব্য হিসেবে দেখেছে। ICC সেই বিবৃতির জন্যও যাদবকেও ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানান করেছে।

ফাইনালের আগে পাকিস্তানের নতুন 'ড্রামা', রউফের জরিমানা ভরবে PCB বোর্ড চিফফাইনালের আগে পাকিস্তানের নতুন 'ড্রামা', রউফের জরিমানা ভরবে PCB বোর্ড চিফ
Aajtak Bangla
  • দুবাই,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 1:18 PM IST

Asia Cup Final 2025 Ind Vs Pak: ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) নতুন একটি নাটকের কেন্দ্রবিন্দুতে। গত ম্যাচে ভারত-পাকিস্তান লড়াইয়ের সময় পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ বর্বর অঙ্গভঙ্গি ও গালি‑গালাজের অভিযোগে বেধেছে নিষেধাজ্ঞা, ICC তাঁকে তার ম্যাচ ফি-এর ৩০ শতাংশ করেছে।

এই ঘটনার পর PCB-র চেয়ারম্যান মহসিন নকভী ঘোষণা করেছেন, যে জরিমানাটি বাধ্যতামূলকভাবেই পিসিবি দেবে। অর্থাৎ হারিস রউফকে দিতে হবে না।

এই মামলা শুধু রউফের  বিরুদ্ধেই নয়, ভারতের পক্ষ থেকেও নির্ধারিক আচরণবিধি লঙ্ঘন-এর অভিযোগ আনা হয়েছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের এক পোস্টের বিবৃতিকে PCB রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া বক্তব্য হিসেবে দেখেছে। ICC সেই বিবৃতির জন্যও যাদবকেও ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানান করেছে।

আরও পড়ুন

এভাবেই, খেলা ও রাজনীতির উত্তাপে এশিয়া কাপ ২০২৫ শুধুই মাঠের লড়াই নয়, এটি খেলার দুনিয়ায় প্রতিপক্ষের প্রতি সৌজন্য, নৈতিকতা ও আচরণবিধির পরীক্ষাও হয়ে দাঁড়িয়েছে। যার প্রভাব ফাইনালে ভারত-পাকিস্তান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও সাম্প্রতিক অতীতে পাকিস্তান ভারতের সঙ্গে খেলায় ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি। ফাইনালেও বড় কোনও অঘটন না ঘটলে এর অন্যথা হওয়ার কথা নয়।

ভারত গ্রুপ লিগের সব কটি ম্যাচ জিতে সুপার ফোরে পৌঁছে গিয়েছিল। সুপার ফোরেও ভারত অপরাজিত রয়েছে। পাকিস্তান, বাংলাদেশের পর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সবার আগে। পাকিস্তান ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি। টুর্নামেন্টে ভারতের সঙ্গে পাকিস্তানের এখনও পর্যন্ত দুবার সাক্ষাৎ হয়েছে, দুবারই ভারত পর্যুদস্ত করেছে। ফাইনালে ভারত-পাকিস্তান তৃতীয় সাক্ষাৎ।

 

Read more!
Advertisement
Advertisement