Advertisement

Asia Cup 2025 IND vs PAK:ভারতের মাথায় জয় আঁকল 'তিলক' , রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে জয় ইন্ডিয়ার

আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই দল। এবারই প্রথম নয়, এর আগে দুইবার দুই দল এই বড় ম্যাচ খেলে ফেলেছে। একবার গ্রুপ পর্বে আর একবার সুপার ৪-এ। দুই বারই ভারত বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে পাক দলকে। এবার ফাইনাল ম্যাচ। সেখানেও অক্ষুণ্ণ থাকবে ভারতের জয়ের ধারা? সেটাই এখন বড় প্রশ্ন।

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • দুবাই,
  • 28 Sep 2025,
  • अपडेटेड 12:03 AM IST

আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই দল। এবারই প্রথম নয়, এর আগে দুইবার দুই দল এই বড় ম্যাচ খেলে ফেলেছে। একবার গ্রুপ পর্বে আর একবার সুপার ৪-এ। দুই বারই ভারত বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে পাক দলকে। এবার ফাইনাল ম্যাচ। সেখানেও অক্ষুণ্ণ থাকবে ভারতের জয়ের ধারা? সেটাই এখন বড় প্রশ্ন।

খারাপ শুরু ভারতের

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা খারাপ হয়। দ্বিতীয় ওভারেই তারা ইনফর্ম ব্যাটসম্যান অভিষেক শর্মাকে (৫ রান) হারায়। ফাহিম আশরাফের বলে হারিস রউফের হাতে ক্যাচ দেন অভিষেক। অধিনায়ক সূর্যকুমার যাদবের খারাপ ফর্ম অব্যাহত থাকে, ১ রানে শাহীন আফ্রিদির বলে আউট হন। চতুর্থ ওভারের শেষ বলে গিলও তার উইকেট হারান। গিল ১২ রান করেন। এরপর সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার মধ্যে অর্ধশতক জুটি গড়ে ওঠে। তবে, ১৩তম ওভারে আবরার সঞ্জু স্যামসনকে আউট করেন, স্যামসন ২৪ রান করে চলে যান।

আরও পড়ুন

চার উইকেট কুলদীপের

কুলদীপ যাদব চারটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে উইকেট নিলেন। পাকিস্তানের হয়ে সাহেবজাদা ফারহান সর্বোচ্চ ৫৭ রান করেন।

দারুণ ইনিংস খেলে আউট ফারহান

৫৭ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হলেন ফারহান। ৮৪ রানে ১ উইকেট হারাল পাকিস্তান। উইকেট নিলেন বরুণ চক্রবর্তী।

পাওয়ার প্লেতে সাবধানী পাকিস্তান

৬ ওভারে মাত্র ৪৫ রান। তবে পাকিস্তান উইকেট হারায়নি। সেটাই কিছুটা স্বস্তি দেবে তাদের। 

টসে জিতল ভারত

টসে জিতে ভারত ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারতের। দলে এলেন শিবম দুবে ও রিঙ্কু সিং। 

ভারত (প্লেয়িং ইলেভেন): অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান (প্লেয়িং ইলেভেন): সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

Advertisement

চোটের জন্য দলে নেই হার্দিক

হার্দিক পান্ডিয়া চোটের জন্য দলের বাইরে। তাঁর জায়গায় দলে আসতে চলেছেন রিঙ্কু সিং। ফলে বড় সমস্যায় ভারতীয় দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারকা অল রাউন্ডারের না থাকা সমস্যা তৈরি করবে।

 

Read more!
Advertisement
Advertisement