Advertisement

India vs Australia: লজ্জার হার সূর্যকুমারদের, মাত্র ১৩ ওভারেই ম্যাচ গুটিয়ে ফেলল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট জয় পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাদের নিয়ে সারা দেশেই এখন উত্তেজনা। চলছে অভিনন্দন জ্ঞাপন। আর সেখানে ভারতীয় পুরুষ দলের অবস্থা শোচনীয়। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সামনে শোচনীয় হার সুর্যকুমার যাদব ব্রিগেডের।

ভারত বনাম অস্ট্রেলিয়াভারত বনাম অস্ট্রেলিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 6:04 PM IST
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট জয় পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল
  • তাদের নিয়ে সারা দেশেই এখন উত্তেজনা
  • আর সেখানে ভারতীয় পুরুষ দলের অবস্থা শোচনীয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট জয় পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাদের নিয়ে সারা দেশেই এখন উত্তেজনা। চলছে অভিনন্দন জ্ঞাপন। আর সেখানে ভারতীয় পুরুষ দলের অবস্থা শোচনীয়। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সামনে লজ্জার হার সুর্যকুমার যাদব ব্রিগেডের।

এ দিন মেলবর্নে দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১২৫ রান তুলেছিল ভারত। আর ব্যাট করতে নেমে ১২৬ রান মাত্র ১৩.২ ওভারে তুলে দেয় অস্ট্রেলিয়া। ৪ উইকেটে জিতে নেয় ম্যাচ। আর এই জয়ের ফলে টি২০ সিরিজে ১-০ লিড করছে অস্ট্রেলিয়া। এরপর দেখার ২ নভেম্বর হবার্টের তৃতীয় ম্যাচে ভারত সিরিজে সমতা ফেরাতে পারে কি না!

ভেঙে গেল ভারতের জেতার ধারা

এই ম্যাচের আগে শেষ ১০টি টি২০-এর মধ্যে ৯টি জিতেছিল ভারত। একটি ম্যাচ হয়েছিল ড্র। তবে সেই ট্রেন্ড এবার ভেঙে গেল। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যাঙারু বাহিনীর কাছে হারল ভারত।

শুধু তাই নয়, ২০০৮ সালের পর মেলবর্নের মাটিতে এই প্রথম টি২০ ম্যাচ হারল ভারত। যার ফলে একটা বড় রেকর্ডের হল সমাপ্তি।

দারুণ শুরু করে অস্ট্রেলিয়া

মাত্র ১২৬ রানের লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার সামনে। তাই প্রথম থেকেই ঝোড়ো ইনিংস খেলা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম জুটিতে ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শ ৫১ রান যোগ করেন। হেড ১৫ বলে করেন ২৮ রান। এই ইনিংসে ছিল ২টি ৪ এবং ৪টি ৬। ও দিকে দলের অধিনায়ক মার্শ ২৬ বলে করেন ৪৬ রান। তিনিও ২টি চার এবং ৪টি ছক্কা হাঁকান।

তবে এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও ধস নামে। পড়তে থাকে উইকেট। যদিও শেষে তারা খুব সহজেই রান তাড়া করে ম্যাচটি পকেটে পুরে নেয়। এ দিন ভারতের পক্ষ থেকে বুমরা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন।

ভারতের ব্যাটিংয়ে নামে ধস

এ দিন আবার টসে হারে ভারত। অস্ট্রেলিয়া ফিল্ডিং নেয়। ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে গুটিয়ে যায় সূর্যকুমার বাহিনী। করে মাত্র ১২৫ রান। গিল ৫ রান, সঞ্জু ২ রান, সূর্যকুমার ১ রান, তিলক বর্মা ০ রানে আউট হন। শুধু একটু লড়াই দেন অভিষেক শর্মা এবং হর্ষিত রানা। তারা ৫৬ রানের পার্টনারশিপ করে। তাতেই ১২৫ রানে পৌঁছায় ভারত।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement