Advertisement

Mushfiqur Rahim : বাংলাদেশ ক্রিকেটে লজ্জার ইতিহাস, হাতে বল আটকে আউট মুশফিকুর

লজ্জার ইতিহাস বাংলাদেশের ক্রিকেটারের। সেই দেশের প্রথম ব্যাটার হিসেবে হাত দিয়ে বল আটকে আউট হলেন মুশফিকুর রহিম। এর নাম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’।

মুশফিকুর রহিমমুশফিকুর রহিম
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 06 Dec 2023,
  • अपडेटेड 8:00 PM IST
  • লজ্জার ইতিহাস বাংলাদেশের ক্রিকেটারের
  • সেই দেশের প্রথম ব্যাটার হিসেবে হাত দিয়ে বল আটকে আউট হলেন মুশফিকুর রহিম

লজ্জার ইতিহাস বাংলাদেশের ক্রিকেটারের। সেই দেশের প্রথম ব্যাটার হিসেবে হাত দিয়ে বল আটকে আউট হলেন মুশফিকুর রহিম। এর নাম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’।  নিউজিল্যান্ড টেস্ট সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ। প্রথম টেস্টে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টেও রেকর্ড গড়ল তারা। 

এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। ৩৫ রানে ব্য়াট করছিলেন তিনি। আর তখনই প্যাভলিয়নে ফিরতে হয়। তবে কোনও বোলারের বলে আউট হননি তিনি। বলা যায় আউট হয়েছেন নিজেই। হাত দিয়ে বল আটকে। নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসন বল করছিলেন। ব্যাকফুটে খেলেন মুশফিকুর। বল ব্যাটে লাগে তাঁর। 

তারপর  কিছুটা বাউন্স করে ক্রিজ থেকে দূরে চলে যায়। যে কোনও কারণেই হোক সেই সময় বলটি হাত দিয়ে আটকে দেন ওই ব্য়াটার। অথচ হাতে না আটকালেও সেই বলটি কোনওভাবেই উইকেটে লাগত না। এদিকে হাতে বল আটকানোয় আউটের আবেদন করেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। আম্পায়ার আউট দেন। 

কেন আউট হলেন? ক্রিকেটের ৩৭.১.২ নিয়ম অনুযায়ী বল যদি খেলার মধ্যে থাকে এবং ব্যাটারের যে হাতে ব্যাট নেই, সেই হাত দিয়েই বলটা ধরেন, তবে ব্যাটসম্যানকে আউট দেওয়া হবে। কিন্তু নিজেকে বাঁচাতে যদি কোনও ব্যাটার বল আটকান তাহলে আউট দেওয়া চলবে না। 

তবে বাংলাদেশের এই ক্রিকেটার যে প্রথম এমন আউট হবেন এমনটা নয়। এর আগে আরও ১০ জন আউট হয়েছিলেন। সেই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবোয়ে, পাকিস্তান ও ভারতের ব্যাটারও। 

Read more!
Advertisement
Advertisement