
ভারতে আসতে না চেয়ে এবার হাস্যকর দাবি করলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বাংলাদেশের এই ক্রীড়া কর্তা জানালেন, ভারতীয় মাটিতে একটিও ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ দল। তিনি দাবি করেন, ভারতে যে চরম সাম্প্রদায়িক পরিস্থিতি ও বাংলাদেশ বিরোধী পরিবেশ তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব।
আসিফ নজরুল দাবি করেন ক্রিকেটে ভারতের একচেটিয়া অধিকার রয়েছে। তিনি বলেন, "ক্রিকেট খেলায় কারও একচেটিয়া অধিকার থাকা উচিত নয়। শুধুমাত্র বাজারের ভিত্তিতে কোনও খেলা বা টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে না। যদি ICC সত্যিই একটি গ্লোবাল সংস্থা হয়, যদি এই সংস্থা শুধু ভারতের নির্দেশ না মেনে চলে, তাহলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত। এই বিষয়ে আমরা কোনও আপোস করব না।"
বাংলাদেশের এই ক্রীড়া কর্তা বলেন, "ICC আমাদের দুটি ভেন্যুর প্রস্তাব দিচ্ছে। কলকাতা বাদ দেওয়ার পরেও ওই দুটো ভেন্যুই ভারতে। আমরা স্পষ্টভাবে ভারতের কথাই বলছি। ম্যাচ যদি শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, তবে তাতে আমাদের সমস্যা নেই। ম্যাচ যদি পাকিস্তান বা UAE-তেও করা হয় তাতেও কোনও সমস্যা নেই।"
আসিফ নজরুল আরও অভিযোগ করেন, আইসিসি ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করছে না। ভারতীয় প্রভাবের কাছে নতি স্বীকার করছে। তাঁর দাবি, ভারতের পরিকাঠামো বা প্রচারবাজার নয়, নিরাপত্তাই প্রধান হওয়া উচিত। তাই নিরপেক্ষ ভেন্যু ছাড়া কোনও প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত, ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় বেশ কয়েকজন ক্রিকেটার গুলিবিদ্ধও হন। এছাড়াও, সারা বিশ্বে পাকিস্তানের সঙ্গে জঙ্গিযোগ একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু তারপরেও বাংলাদেশ যেভাবে ভারত বাদে পাকিস্তানে খেলতে যেতে চাইছে, তাতে নিজেদেরই হাসির খোরাক বানাচ্ছে পদ্মা পাড়ের দেশটি।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান বিতর্কের পর থেকেই বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য IPL সম্প্রচার বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ICC-কে একাধিকবার চিঠি পাঠিয়ে কলকাতা ও মুম্বইয়ে নির্ধারিত ম্যাচ সরানোর অনুরোধ জানানো হয়েছে। যদিও ICC এখনও বাংলাদেশের সেই প্রস্তাবে সাড়া দেয়নি। ম্যাচের মাত্র তিন সপ্তাহ আগে ম্যাচের ভেন্যু বদল কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।