বাংলাদেশের বিরুদ্ধেও জিততে পারলেন না পাকিস্তানের মেয়েরা। মহিলাদের বিশ্বকাপে সাত উইকেটে হারল পাকিস্তান। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যা বাড়ল তাদের। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে দারুণ বল করেন বাংলাদেশের বোলাররা। আর সেকারণেই পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা খুব বেশি রান করতে পারেননি।
এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল মাত্র ১২৯ রান করেছে। দলের একজন ব্যাটারও সেইভাবে নজর কাড়তে পারেনি। কেউ হাফসেঞ্চুরি পর্যন্ত করতে পারেনি। শেষপর্যন্ত বাংলাদেশ এই ম্য়াচটা ৭ উইকেটে নিজেদের পকেটে পুরে ফেলেছে। ৩৮.৩ ওভারের মধ্যেই পাকিস্তান ১২৯ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের ওপেনিং ব্যাটার মুনিবা আলি ৩৫ বলে ১৭ রান করেন। অন্যদিকে, ০ রানেই আউট হন উমেইমা সোহেল। শুধু তাই নয়, সিদরা আমিনও গোল্ডেন ডাকের শিকার হন।
এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে রমীন শামিম ৩৯ বলে ২৩ রান করেন। এছাড়া আলিয়া রিয়াজ ৪৩ বলে ১৩ রান এবং অধিনায়ক ফতিমা সানা ৩৩ বলে ২২ রান করে আউট হন। অর্থাৎ, পাকিস্তান ক্রিকেট দলের কোনও ব্যাটারই সেই অর্থে নজর কাড়তে পারেননি। সে কারণে দলও একেবারেই বড় স্কোর করতে পারেনি।
তবে এত কম রান তাড়া করতে নেমে শুরুটাও একেবারেই ভাল হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান ফরজানা হক। তিনি ১৭ বল খেলে মাত্র ২ রান করেছিলেন। বাংলাদেশের হয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভাল জায়গায় নিয়ে যান রুবিয়া হায়দার। ৭৭ বলে ৫৪ রান করেছেন তিনি। এছাড়া নিগার সুলতানা ২৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। ৩১.৩ ওভারের মধ্যেই বাংলাদেশ তাদের টার্গেট হাসিল করে নেয়।
বাংলাদেশের বোলাররা দারুণ ছন্দে ছিলেন। ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে পাকিস্তানের তিনজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন স্বর্ণ আখতার। নাহিদ আখতার ৮ ওভারে ১৯ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন। মারুফা আখতার ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট তুলেছেন। পাকিস্তানের হয়ে ফতিমা সানা ১ উইকেট পান।