Advertisement

Tamim Iqbal: বাংলাদেশি তারকা ক্রিকেটার লাইফ সাপোর্টে, মাঠেই হঠাত্‍ বুকে ব্যথা

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার সকাল থেকে তাঁর বুকে ব্যথা শুরু হয়।

খেলতে গিয়ে মাঠের মধ্যেই গুরুতর অসুস্থ, লাইফ সাপোর্টে তামিম ইকবালখেলতে গিয়ে মাঠের মধ্যেই গুরুতর অসুস্থ, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
Aajtak Bangla
  • ঢাকা,
  • 24 Mar 2025,
  • अपडेटेड 12:21 PM IST

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের  হার্ট অ্যাটাক হয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার সকাল থেকে তাঁর বুকে ব্যথা শুরু হয়।

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বিকিএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিক্যাল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  তামিমকে হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি। ফলে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে ভর্তি করা  হয় তাঁকে। তার সঙ্গে  হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু।

জানা গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা মহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। খেলার আগে টস হয়। টসে হেরে তামিমের দল ফিল্ডিং করতে মাঠে নামে। টস করার পরই মহামেডান অধিনায়ক তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তিনি মাঠেই পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কথা ভাবা হয়েছিল। তাঁর জন্য হেলিকপ্টার নামানোও হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়। ঢাকার নিকচে সাভার এলাকার  হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বাংলাদেশের সংবাদমাধ্যমকে  জানিয়েছেন, ‘তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ডাক্তাররা কোনও নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।’ মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম  বলেন, ‘তামিমের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তাঁর বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও কোলাপস করে। এ কারণে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।’

Advertisement

Read more!
Advertisement
Advertisement