Advertisement

ভারতে খেলতে আসবে বাংলাদেশ? ICC ও BCB-এর বৈঠকে যা উঠে এল...

২০২৬ সালের ICC টি২০ বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই সামনে চলে এসেছে। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলেই খবর। যদিও আইসিসি এবং বিসিবি দুই পক্ষই এই সমস্যার সমাধান খোঁজার কাজ চালিয়ে যাবে বলে একমত হয়েছে।

বিসিবি ও আইসিসি-এর ভিডিও কনফারেন্সবিসিবি ও আইসিসি-এর ভিডিও কনফারেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2026,
  • अपडेटेड 4:09 PM IST
  • ২০২৬ সালের ICC টি২০ বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই সামনে চলে এসেছে
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে আইসিসি
  • এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলেই খবর

২০২৬ সালের ICC টি২০ বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই সামনে চলে এসেছে। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলেই খবর। যদিও আইসিসি এবং বিসিবি দুই পক্ষই এই সমস্যার সমাধান খোঁজার কাজ চালিয়ে যাবে বলে একমত হয়েছে।

হয় ভিডিও কনফারেন্স

ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। সেই দেশের ক্রিকেট বোর্ড জানিয়েছে যে নিরাপত্তাজনিত সমস্যার জন্যই তারা ইন্ডিয়াতে ম্যাচ খেলা থেকে বিরত থাকতে চাইছে।

যদিও তাদের এই দাবি মানতে নারাজ আইসিসি। তাই দুই পক্ষের মধ্যেই এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার, ১৩ জানুয়ারি আইসিসি (ক্রিকেট ক্রিকেট কাউন্সিল) ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মধ্যে একটা ভিডিও কনফারেন্স বৈঠক হয়। তাদের বৈঠকের মূল বিষয় ছিল ২০২৬-এর টি২০ বিশ্বকাপে ভারতে বাংলাদেশ খেলতে আসবে কি না।

এই বৈঠকে বিসিবির পক্ষে থেকে উপস্থিত ছিলেন সভাপতি মহম্মদ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মহম্মদ শাকাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ডিরেক্টর অ্যান্ড চেয়াম্যান অব দ্য ক্রিকেট অপারেশন কমিটি নাজমুল আবেদিন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নিজাম উদ্দিন চৌধুরী।

আর এই আলোচনাতেও পুরনো দাবিই পেশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা জানায় যে নিরাপত্তাজনিত কারণেই তাদের ক্রিকেট দল ভারতে খেলতে যেতে চায় না। বরং তারা চায় যাতে আইসিসি যেন বাংলাদেশের ম্যাচ অন্য কোথাও আয়োজন করে। সেই মতো অনুরোধও জানান হয় বিসিবি-এর পক্ষ থেকে।

কী বলে আইসিসি?

বাংলাদেশের এই দাবিকে উড়িয়ে দিয়েছে আইসিসি। তাদের সাফ কথা, ইতিমধ্যেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। পাশাপাশি তাদের পক্ষ থেকে বিসিবি-কে নিজের সিদ্ধান্ত বদল করার জন্য আবেদনও করা হয়েছে। তবে সেই দাবি মানতে চায়নি বিসিবি। তারা ভারতে না খেলার বিষয়ে অনড়।

তাদের পক্ষ থেকে জানান হয়, বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা এবং কর্মীদের নিরাপত্তায় বদ্ধপরিকর। সেই সঙ্গে তারা এই সমস্যার সমাধানও চায়। যার ফলে এই বিষয়ে আলোচনা চলবে বলেই জানিয়ে দিয়েছে বিসিবি। এখন দেখার এই সমস্যার ঠিক কী সমাধান হয়।

Advertisement

মাথায় রাখতে হবে, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। আর সেই কারণে ভারতে খেলতে চায় না বাংলাদেশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read more!
Advertisement
Advertisement