Advertisement

BCCI-এর পরবর্তী সভাপতি কে? হাই লেভেল মিটিংয়ে নাম হবে চূড়ান্ত, রাজীব শুক্লাও দৌড়ে

সূত্রের খবর, AGM-এর আগে একটি হাই লেভেল মিটিং হতে চলেছে, যেখানে বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। বন্ধ ঘরের ওই মিটিংয়ে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

BCCI-এর পরবর্তী সভাপতি কে? হাই লেভেল মিটিংয়ে নাম হবে চূড়ান্ত, রাজীব শুক্লাও দৌড়েBCCI-এর পরবর্তী সভাপতি কে? হাই লেভেল মিটিংয়ে নাম হবে চূড়ান্ত, রাজীব শুক্লাও দৌড়ে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 12:36 AM IST

বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন হতে পারে। এই সাধারণ সভা মুম্বইতে হবে, যার জন্য শীঘ্রই নোটিফিকেশন জারি করা হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ৯৪তম বার্ষিক সাধারণ সভা (AGM) এই মাসে মুম্বইতে অনুষ্ঠিত হবে। এই সাধারণ সভায় সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন হবে। সূত্রের খবর, AGM-এর আগে একটি হাই লেভেল মিটিং হতে চলেছে, যেখানে বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। বন্ধ ঘরের ওই মিটিংয়ে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসিসিআই-এ সচিব, যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষের পদে পুরনো কর্মকর্তারাই বহাল থাকবেন। সভাপতির পদে বিসিসিআই এখনও কোনও নাম ঠিক করেনি। সভাপতি একজন প্রাক্তন ক্রিকেটারও হতে পারেন অথবা কোনও সিনিয়র ক্রিকেট প্রশাসক। বোর্ড এখনও কোনও একক প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হাই লেভেল মিটিংয়ে নেওয়া হবে।

সূত্রের মতে, রজীব শুক্লার ক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে। তিনি বিসিসিআই-এর ভাইস-প্রেসিডেন্ট পদে বহাল থাকতে পারেন। অথবা আইপিএল-এর চেয়ারম্যান হতে পারেন। কিংবা তাঁর পদোন্নতি হয়ে তিনি বিসিসিআই সভাপতি হতে পারেন। যদিও সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে তিনি বর্তমান পদে (সহ-সভাপতি) বহাল থাকবেন, তবে সভাপতির পদে তাঁর পক্ষে সমীকরণ ৬০-৪০ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

কে হবেন পরবর্তী আইপিএল চেয়ারম্যান?
অন্যদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান পদে পরিবর্তন হতে পারে। প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী আইপিএল-এর পরবর্তী চেয়ারম্যান হতে পারেন। আইপিএল চেয়ারম্যান পদের জন্য বাংলার অভিষেক ডালমিয়ার নামও আলোচনায় রয়েছে। ডালমিয়া বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য।

রজার বিন্নির বয়স ৭০ বছরের বেশি হয়ে গিয়েছে, যার ফলে তিনি সম্প্রতি বিসিসিআই-এর সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিকে বোর্ডে কোনও পদ দেওয়া যাবে না। বর্তমানে সহ-সভাপতি রজীব শুক্লা টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রজার বিন্নির জায়গায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা (AGM) সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য নোটিশ আগামী ২-৩ দিনের মধ্যে জারি করা হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement