Advertisement

India vs Australia: ODI ক্রিকেটেও ক্যাপ্টেন গিল, অস্ট্রেলিয়া সফরে আছেন রোহিত-কোহলি ?

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। আর সেই দুই সিরিজের দল ঘোষণা হল। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির একদিনের সিরিজে খেলা নিয়ে। তবে এই সফরে ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত সিলেক্টরদের।

ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কও গিলভারতীয় ওয়ানডে দলের অধিনায়কও গিল
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 5:13 PM IST

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। আর সেই দুই সিরিজের দল ঘোষণা হল। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির একদিনের সিরিজে খেলা নিয়ে। তবে এই সফরে ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত সিলেক্টরদের। 

ভারতের একদিনের দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর পটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল। 

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমন গিল (সহ-অধিনায়ক), তিলক বর্মা, নীতীশ রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল

শুভমান গিল ওয়ানডে ক্রিকেটেও অধিনায়ক হিসেবে যোগ্য। প্রথম টেস্ট সিরিজে, তিনি ইংল্যান্ডে পাঁচ ম্যাচে ৭৫৪ রান করেছেন। তাঁর গড় ৭৫.৪০। চারটি সেঞ্চুরি আছে তাঁর। গিল টি-টোয়েন্টিতেও তাঁর ছাপ ফেলেছেন, এক বছর পর ফিরে এসে ভারতকে এশিয়া কাপ জিততে সাহায্য করেছেন, যদিও খুব ভাল ফর্মে ছিলেন তা বলা যাবে না। পঞ্জাবের সতীর্থ অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করে, এই দলকে আত্মবিশ্বাস দিয়েছেন।

ওয়ানডেতে, গিলের রেকর্ড বেশ ভাল। ৫৫টি ম্যাচ, ৫৯.০৪ গড়ে ২৭৭৫ রান, আটটি সেঞ্চুরি সহ  একটা ডাবল সেঞ্চুরি আছে তাঁর। ২০২৩ সালে হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দারুণ ২০৮ রানের ইনিংস খেলেন তিনি।

পন্ত সুযোগ পেলেন?
ভারতের ইংল্যান্ড টেস্ট সফরের সময় পন্ত পায়ের চোট পান এবং তারপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। ধ্রুব জুরেল এই সুযোগ কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেঞ্চুরি করে ফেলেছেন।

ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সময়সূচি
১৯ অক্টোবর: ১ম ওয়ানডে, পার্থ
২৩ অক্টোবর: ২য় ওয়ানডে, অ্যাডিলেড
২৫ অক্টোবর: ৩য় ও য়ানডে, সিডনি
২৯ অক্টোবর: ১ম টি-টোয়েন্টি, ক্যানবেরা
৩১ অক্টোবর: ২য় টি-টোয়েন্টি, মেলবোর্ন
২ নভেম্বর: ৩য় টি-টোয়েন্টি, হোবার্ট
৬ নভেম্বর: ৪র্থ টি-টোয়েন্টি, গোল্ড কোস্ট
৮ নভেম্বর: ৫ম টি-টোয়েন্টি, ব্রিসবেন

Advertisement
Read more!
Advertisement
Advertisement