বিদেশ সফরে খেলোয়াড়দের সঙ্গে তাঁদের স্ত্রী-সন্তানদের থাকা প্রসঙ্গে নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। তিনি যে নয়া নিয়মে খুশি নন তা কার্যত পরিষ্কার করে দিয়েছিলেন। তার ঠিক পরই জানা গেল, বিসিসিআই বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করতে পারে।
বিসিসিআই-এর একটি সূত্র জানাচ্ছে, কোনও খেলোয়াড় যদি বিদেশ সফর কালে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে তাহলে আগে থেকে আবেদন করতে পারবেন।
বর্ডার-গাভাসকার ট্রফিতে শোচনীয় পরাজয়ের পর কঠোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। তাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ৪৫ দিনের বেশি বিদেশ সফরের ক্ষেত্রে ১৪ দিনের জন্য পরিবার সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটারেরা। তবে বিসিসিআইয়ের এই ফরমানে খুশি নন কোহলি। ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন জানান, মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারের সান্নিধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্তদের এটুকু বোঝা উচিত।
বিসিসিআইয়ে নতুন নিয়মের ফলে বিদেশ সফরের সময় স্ত্রী-সন্তান বা বান্ধবীদের সঙ্গে রাখা নিয়ে সমস্যায় পড়েন ভারতীয় ক্রিকেটারেরা। সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আবেদনের ভিত্তিতে একটি ম্যাচে পরিবার সঙ্গে রাখার অনুমতি পেয়েছিলেন রোহিত শর্মারা।
বোর্ডের বর্তমান নিয়ন অনুযায়ী, কোনও ক্রিকেটার ৪৫ দিনের বেশি সময়ের বিদেশ সফরে পরিবারকে ১৪ দিনের জন্য সঙ্গে রাখতে হবে। তবে কোচ, অধিনায়কের সিদ্ধান্ত নিতে হবে। অনুমতি পেলে তবেই পরিবারের থাকার খরচ বহন করবে বোর্ড। সন্তানের বয়স ১৮ বছরের কম হলে খরচ বোর্ড বহন করবে।
তবে বিরাট এই নিয়মের সমালোচনা করে বলেন, 'কঠিন পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে ভালো হয়। মনে জোর পাওয়া যায়। আমি অন্তত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। ঘরে কেউ একা একা বিমর্ষ ভাবে থাকতে চায় না।'