Advertisement

BCCI Revenue: বিসিসিআই-এর বাম্পার কামাই, ৫ বছর এত কোটি আয়!

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডই বিশ্বের সবচেয়ে ধনী। বিসিসিআই গত ক'য়েক বছরে ফুলেফেঁপে উঠেছে। 'ক্রিকবাজে'র এক রিপোর্টে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে বিসিসিআইয়ের আয় বেড়েছে মোট ১৪,৬২৭ কোটি। যেখানে, ২০২৩-২৪ অর্থবছরে বোর্ডের মোট আয় ছিল ৪,১৯৩ কোটি।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 11:56 AM IST
  • ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডই বিশ্বের সবচেয়ে ধনী।
  • বিসিসিআই গত ক'য়েক বছরে ফুলেফেঁপে উঠেছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডই বিশ্বের সবচেয়ে ধনী। বিসিসিআই গত ক'য়েক বছরে ফুলেফেঁপে উঠেছে। 'ক্রিকবাজে'র এক রিপোর্টে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে বিসিসিআইয়ের আয় বেড়েছে মোট ১৪,৬২৭ কোটি। যেখানে, ২০২৩-২৪ অর্থবছরে বোর্ডের মোট আয় ছিল ৪,১৯৩ কোটি।

ড্রিম ১১-র কিট স্পনসরশিপ ছেড়ে দেওয়ার খবর বোর্ডের জন্য চ্যালেঞ্জ। কিন্তু তা সত্ত্বেও সামগ্রিক আর্থিক পরিস্থিতিতে তা গুরুতর প্রভাব ফেলতে পারেনি বলেই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়েছে। দেখানো হিসেব অনুযায়ী বোর্ডের নগদ ও ব্যাঙ্ক ব্যালেন্স দাঁড়িয়েছে ২০,৬৮৬ কোটি। একইভাবে বোর্ডের সাধারণ তহবিল ৩,৯০৬ কোটি থেকে বেড়ে ৭,৯৮৮ কোটি হয়েছে। 

মিডিয়া-স্বত্ত ও বিনিয়োগ আয়ের পরিবর্তন
দেশ-আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা কমায় মিডিয়া রাইটস আয় কমে ৮১৩ কোটিতে নেমে এসেছে (আগে ছিল ২,৫২৪.৮০ কোটি)। তবে বিনিয়োগ থেকে আয় বেড়ে ৯৮৬.৪৫ কোটি (আগে ৫৩৩.০৫ কোটি) হয়েছে। ফলে সামগ্রিক আয় বেড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।

মুনাফা ও বরাদ্দ
বিসিসিআই ২০২৩-২৪ সালে ১,৬২৩.০৮ কোটি মুনাফা রেকর্ড করেছে। যা ২০২২-২৩ সালের তুলনায় ১,১৬৭.৯৯ কোটি বেশি। একই সময়ে বোর্ডের কাঠামো সংস্কারের জন্য ১,২০০ কোটি, প্ল্যাটিনাম জুবিলি বেনিইভেলেন্ট ফান্ডের জন্য ৩৫০ কোটি এবং ক্রিকেট উন্নয়নে ৫০০ কোটি বরাদ্দ করেছে। এ সময় রাজ্য ক্রিকেট সমিতিগুলিকে শোধ করা হয়েছে ১,৯৯০.১৮ কোটি। আগামী বছরে এ পরিমাণ বেড়ে আনুমানিক ২,০১৩.৯৭ কোটি হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

স্পনসরশিপ সমস্যা 
অনলাইন গেমিং বিল পাশের পর 'ড্রিম ইলেভেন' টিম ইন্ডিয়ার কিট স্পনসরশিপ ছেড়েছে। ফলে ২০২৫ সালের এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়দের স্পনসর ছাড়া খেলার সম্ভাবনা সামনে এসেছে। যা স্পনসরশিপ আয়ের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে বর্তমান রিজার্ভ ও বিনিয়োগ আয়ের বৃদ্ধি বোর্ডকে তা সামলাতে সাহায্য করছে।

৯৪তম বার্ষিক সাধারণ সভা
উল্লেখ্য, এই সব আর্থিক পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত বিসিসিআইর ৯৪তম বার্ষিক সাধারণ সভায় তুলে ধরা হবে। সেখানে স্পনসরশিপের ভবিষ্যত রূপরেখা, রাজস্ব ও বিনিয়োগ নীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement