Advertisement

BCCI On Virat-Rohit: গোহারার পর প্রশ্নের মুখে ৪ সিনিয়রের ভবিষ্যৎ, কড়া ব্যবস্থা নিচ্ছে BCCI?

Ind Vs NZ: অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের শেষ সিরিজ হতে পারে অজি সফর। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট হারার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অধিনায়ক রোহিত বলেছেন, 'এই মুহূর্তে আমি খুব বেশি সামনের কথা ভাবছি না।'

রোহিত শর্মা ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 9:41 PM IST
  • ৩-০ ব্যবধানে হেরে চুনকাম হয়েছে ভারতীয় দল।
  • হারের দায়ভার নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরে চুনকাম হয়েছে ভারতীয় দল। হারের দায়ভার নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই শোচনীয় হার রোহিতের অধিনায়কত্ব, তাঁর ব্যাটিং, বিরাট কোহলি-সহ সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (BCCI) এই সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে খবর। 

নিউজিল্যান্ডের কাছে গোহারার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে ভারতীয় দলের। বেশ কঠিন হয়ে পড়েছে ফাইনালে ওঠার পথও। এবার ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া সফরে। খেলতে হবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

ভবিষ্যতের কথা ভাবছেন না রোহিত

অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের শেষ সিরিজ হতে পারে অজি সফর। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট হারার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অধিনায়ক রোহিত বলেছেন, 'এই মুহূর্তে আমি খুব বেশি সামনের কথা ভাবছি না।' রোহিত আরও বলেন, 'আমাদের পরের সিরিজে ফোকাস করা দরকার। অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া অন্য কিছু নিয়ে আমরা ভাবছি না। এই মুহূর্তে এই সিরিজটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র এই সিরিজেই নজর দিচ্ছি'।

প্রশ্নের মুখে ৪ সিনিয়রের ভবিষ্যৎ

বিসিসিআই-এর একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, 'নিশ্চিতভাবে হারের পর্যালোচনা করা হবে। ভারতীয় দল ১০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাবে। তার আগে এটা বড় হার। অস্ট্রেলিয়া সিরিজের দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে এখন কোনও পরিবর্তন সম্ভব নয়'। তিনি আরও বলেন, 'যদি ভারতীয় দল ইংল্যান্ডে অনুষ্ঠিত WTC ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে এটা স্পষ্ট যে ৪ সিনিয়র ক্রিকেটার ইংল্যান্ড সফরের জন্য নির্বাচন করা হবে না। ঘটনা যাই হোক না কেন, ৪ জনই নিজেদের ঘরের টেস্ট খেলছেন'।

Advertisement

২০১১ সালের মতো এবারও ঘটতে পারে

২০১১ সালের পরও একই ঘটনা ঘটেছিল। সেই সময় দলে আমূল পরিবর্তন এসেছিল। সিনিয়রদের বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছিল তরুণ ক্রিকেটারদের। এবারও একই পরিকল্পনার কথা বিসিসিআই ভাবছে বলে খবর। তবে প্রধান নির্বাচক অজিত আগরকর এবং গৌতম গম্ভীর আলোচনা করেই তা ঠিক করবেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলকে ৪-০ তে জিততেই হবে। একটি ম্যাচ হারলেও WTC ফাইনাল থেকে ছিটকে যেতে পারে ভারত। পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হবে আগামী বছর। ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement