Advertisement

Mukesh Kumar Test Debut: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চমক, অভিষেক বাংলার ক্রিকেটারের

Mukesh Kumar Test Debut: শার্দুল ঠাকুরের (Shardul Thakur) বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন মুকেশ কুমার। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, শার্দুলের চোট রয়েছে। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ফলে এখনই মুকেশকে বল হাতে দেখা যাবে না। এক-দুদিন অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চমক, অভিষেক বাংলার ক্রিকেটারের
Aajtak Bangla
  • পোর্ট অব স্পেন,
  • 20 Jul 2023,
  • अपडेटेड 9:21 PM IST
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
  • টেস্টে অভিষেক বাংলার মুকেশের
  • শার্দুল ঠাকুরের চোটে কপাল খুলল মুকেশের

Mukesh Kumar Test Debut: বাংলার ক্রিকেটের জন্য় সুখবর। শাহবাজ আহমেদের পর আরও একজন বাংলার ক্রিকেটার টেস্ট অভিষেক ঘটালেন বাংলার হয়ে খেলা জোরে বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্যাপ পেলেন।বৃহস্পতিবার ত্রিনিদাদের (Trinidad) পোর্ট অব স্পেনে (Port Of Spain) ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে (India vs West Indies 2nd Test) তিনি।

বাদ গেলেন কে?

শার্দুল ঠাকুরের (Shardul Thakur) বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন মুকেশ কুমার। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, শার্দুলের চোট রয়েছে। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ফলে এখনই মুকেশকে বল হাতে দেখা যাবে না। এক-দুদিন অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানান, শার্দুলের হালকা চোট রয়েছে। সেই কারণেই দলে বদল ঘটনার কোনও ইঙ্গিত আগে না দিলেও, ভারতকে একাদশে বাধ্য হয়েই বদল ঘটাতে হয়েছে। শার্দুলের বদলে সুযোগ পান মুকেশ। 'শার্দুল হালকা চোট পেয়েছেন। ওর কুঁচকিতে হালকা সমস্যা রয়েছে। সেই কারণেই মুকেশ কুমার অভিষেক ঘটাচ্ছেন।' বলেন রোহিত।
এটাই আবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট ম্যাচও বটে। সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'অতীতে দুই দলের বহু স্মরণীয় লড়াইয়েরর সাক্ষী থেকেছি আমরা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করছেন তিনি। তবে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী রোহিত।

গত দু’বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল বল করেছেন মুকেশ। বাংলাকে গত বার রঞ্জির ফাইনালে তোলার নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর। শুধু রঞ্জি নয়, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও ভাল খেলেছেন তিনি। তার পরেই নির্বাচকদের নজরে পড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ় সফরে তাঁকে সুযোগ দেওয়ায় প্রথমে বিশ্বাসই হয়নি মুকেশের। প্রথম ম্যাচেই তিনি সুযোগ পাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সেই টেস্টে সুযোগ না পেলেও অবশেষে অপেক্ষার অবসান হল ডান হাতি পেসারের।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement