Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ট্র্যাভিস হেডের (Travis Head) উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় এবার ভারতীয় পেসারকেই একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামচারী শ্রীকান্ত। সিরাজের ব্যবহারের রীতিমতো নিন্দা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
সিরাজের সমালোচনায় সরব শ্রীকান্ত
অ্যাডিলেড টেস্টে হেডকে বোল্ড করার পর দেখা যায়, সিরাজ ও হেডের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। বোল্ড করার পর সিরাজ কিছু একটা বললেন। তার জবাবে হেডও কিছু বললেন। এবং ভিডিও থেকে স্পষ্ট, দুজনের বিবাদ। ঘটনা প্রসঙ্গে শ্রীকান্ত নিন্দাই করলেন সিরাজের আচরণের। শ্রীকান্তের বক্তব্য, ওই রকম একটি ম্যাচ-উইনিং সেঞ্চুরি করার জন্য সিরাজের উচিত ছিল হেডকে হাততালি দিয়ে অভিবাদন জানানো। ১৪০ বলে ১৪১ রান করে ওই ম্যাচে আউট হন ট্র্যাভিস হেড।
'ওটা কী করলেন আপনি? পাগল হয়ে গিয়েছেন?'
একটি ইউটিউব শোয়ে শ্রীকান্ত বলেন, ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে ট্র্যাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরির জন্য ওঁকে শ্রদ্ধা করা উচিত ছিল সিরাজের। হেডের প্রাপ্য। ওঁর ১৭টি চার ও ৪টি ছয়ের অসাধারণ ইনিংসেই কিন্তু অস্ট্রেলিয়া ১৫৭ রানের লিড পেয়ে যায়। শ্রীকান্তের কথায়, 'হেড বোলারদের তুলোধনা করেছেন। ও সিরাজ, আপনার কি বুদ্ধি নেই? ওটা কী করলেন আপনি? পাগল হয়ে গিয়েছেন? ও আপনাকে ডান, বাঁ,সেন্টার, সব দিকে ধুয়ে ছিল। ওই রকম দুর্দান্ত ইনিংসের পর আপনি (সিরাজ) ওঁকে (হেড) স্লেজিং করলেন? আপনার উচিত ছিল হাততালি দিয়ে অভিবাদন জানানো। এটা পাগলামি ছাড়া কী বলব! একজন ব্যাটার যখন ১৪০ রান করছেন, তাঁকে ক্রেডিট দেওয়া উচিত। তাঁর ব্যাটিংয়ে সম্মান করা উচিত। ব্রিলিয়ান্ট বলা উচিত ছিল, তা না করে আপনি স্লেজিং করছেন, ঝগড়া করছেন।'
অ্যাডিলেড টেস্টে ওই ঘটনায় সম্ভবত সিরাজ ও হেড, দুজনকেই জরিমানা করা হবে। খারাপ আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে দুজনকেই।