বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) জিতলে পাওয়া যাবে মাত্র ২ কোটি টাকা। তবে সেই বিপিএল-এর (BPL) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা নিয়ে গেলেন পাকিস্তানের গজল শিল্পী রাহাত ফতে আলী খান (Rahat Fateh Ali Khan)। এতে দেশের ক্রিকেটের আদৌ কোনো উপকার হবে কিনা- সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশ্লেষকেরা। কিছুদিন আগেই, বাংলাদেশের এক প্রাক্তন সেনা কর্তা জানিয়েছিলেন, চার দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নেবেন। তা নিয়ে হাসির রোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার বিপিএল-এ এমন কাণ্ড শুনেও একই অবস্থা হয়েছে।
গতবার বিপিএল-এর প্রাইজমানি ছিল আরও বেশি
আরও বড় ব্যাপার হল, গত বিপিএলের মোট প্রাইজমানি ছিল ৩ কোটি ২৮ লাখ টাকা। যার মধ্যে চ্যাম্পিয়ন দল ২ কোটি, রানার-আপ ১ কোটি, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ১০ লাখ, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ৫ লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় ৫ লাখ এবং টুর্নামেন্টের সেরা ফিল্ডার ৩ লাখ টাকা পাবেন। যেখানে আইপিএলের মোট প্রাইজমানি প্রায় ৬১ কোটি টাকা! প্রাইজমানির হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সেরা পাঁচেও নেই বিপিএল।
রেভিনিউ পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো
অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএলের রেভিনিউ শেয়ার করে না বিসিবি (BCB)। এ নিয়ে গত আসরের মাঝেই বেশ কয়েকটি দলের মালিক মুখ খুলেছিলেন। এক্ষেত্রে বিসিবির বক্তব্য ছিল, তাদের লভ্যাংশ নাকি নামেমাত্র থাকে। যে কারণে রেভিনিউ শেয়ারিং হয় না। আর বিপিএলের মানের কথা নতুন করে বলার কিছু নেই। বিশ্ব তারকারও এই আসরে খেলতে আসেন না। ক্রিকেট বিশ্লেষকেরা তাই বলছেন, পাকিস্তানি শিল্পী এনে লোক দেখানো আয়োজনের চেয়ে বিসিবির উচিত ছিল এসব বিষয়ে নজর দেওয়া।